হবিগঞ্জের বানিয়াচং রোডে ট্রাক- ইজিবাইক সংঘর্ষে ইজিবাইক চালক নিহত

জেলা প্রতিবেদক (হবিগঞ্জ)
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ । ১১:৪৯ পূর্বাহ্ণ

– হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাক- ইজিবাইক সংঘর্ষে ইজিবাইক চালক নিহত হয়েছে। নিহত ইজিবাইক চালকের নাম মো:মিরজাহান (৩০)। সে বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চতুরঙ্গ রায়ের পাড়া গ্রামের আব্দুল বারী মিয়ার পুত্র।

ঘটনাটি ঘটেছে বুধবার(৩ জুলাই)দুপুর ১২টা ৪৫ মিনিটে বানিয়াচং- হবিগঞ্জ সড়কের সুনারু নামক স্থানে। এ সময় ইজিবাইকে থাকা অপর চার জন যাত্রী আহত হয়েছেন। বানিয়াচং থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,হবিগঞ্জ থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে বানিয়াচং আসার পথে বানিয়াচং- হবিগঞ্জ রোডের সুনারু নামক স্থানে বেপরোয়া গতির একটি ট্রাক পিছন দিক থেকে ইজিবাইকটিতে ধাক্কা দিয়ে পাশের ডোবায় ফেলে দেয়।

এ সময় আশপাশের লোকজন আহতদের কে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেন। ইজিবাইক চালক মোঃ মিরজাহান মিয়া ঘটনাস্থলেই মারা যান। বানিয়াচং থানা অফিসার ইনর্চাজ(ওসি) মোঃদিলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইজিবাইকটিকে ট্রাকের চালক ধাক্কা দিয়েই ট্রাক নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন