ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪ । ১১:২৯ পূর্বাহ্ণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মুরাদ খান (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জেলার নগরকান্দা উপজেলার মানিকনগর এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ খান নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামের বাসিন্দা মান্নান খানের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদ খান ফরিদপুর শহর থেকে মোটরসাইকেলে করে শাকপালদিয়া বাড়ি যাওয়ার পথে নগরকান্দার মানিকনগর তোফাজউদ্দিন ফিলিং স্টেশনের সামনে গেলে পেছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মুরাদ খান নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তালমা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, ফরিদপুর থেকে বাড়ি ফেলার পথে এ দুর্ঘটনার শিকার হন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ উদ্দিন বলেন, পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়া মৃতদেহটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই ড্রাম ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন