
বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে যাত্রা বিরতিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ন মহাসচিব হাবিব উন নবী সোহেল।
মঙ্গলবার ( ১০ আগষ্ট) রাত্রী ৯ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ন মহাসচিব হাবিব উন নবী সোহেল শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে যাত্রা বিরতি করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু । এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবুর রহমান হারেজ উপস্খিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু। শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।
হাবিব উন নবী সোহেল বলেন, কোটা আন্দোলনের দাবীর প্রেক্ষিতে আদালত কর্তৃক মুক্তিযোদ্ধার কোটা ৩০% করলেন। রংপুরের আবু সাঈদ বুক পেতে দিলে তাকে হত্যা করলেন। পরে শুরু হলো ১ দফার আন্দোলন। আন্দোলনের চাপে গণভবন থেকে হাছিনা এমন দৌড় দিল যে অল্পের জন্য ছাত্র জনতা ধরতে পারল না। বড় স্বৈরশাসক এরশাদও পালিয়ে যান নি। হাছিনা একি করল ? হাজার হাজার নেতাকর্মীর কথা চিন্তা না করে দৌড়ে পালিয়ে গেল। এখন থেকে আমাদের আর পুলিশ খুজবে না, বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী ১৭ বছর পরে রাতে ঘুমাতে পারবে।
এছাড়া উপজেলা বিএনপির সহ সভাপতিবৃন্দ, যুগ্ন সাধারণ সম্পাদক বৃন্দ, সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ ও শহর যুবদলের আহবায়ক শাহাবুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ মোঃ কাউছার আলী কলিন্স, উপজেলা কৃষকদলের সদস্য সচিব নুরুল ইসলাম নুর, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি, পৌর মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাব্বত আলী সরকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।