
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৈয়দপুর বিমান বন্দর হতে ঠাকুর গাও যাবার সময় ১৩ আগষ্ট মংগলবার দুপুর ১২ টায় কাহারোল উপজেলা দশমাইল মোরে কিছুক্ষন বিএনপির নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে বলেন আমাদের বিজয় হয়েছে কিন্ত বিএনপির সকল স্থরের নেতাকর্মীদের সোজাক থাকতে হবে মানুষের পাশে থেকে এই সরকারকে সহায়তা করতে হবে কোন প্রকার অন্যায় পেলে বিএনপির সবাইকে রুখে দারাতে হবে এলাকার মন্দির গির্জা হিন্দুদের বাড়ীঘরে যেন কোন হামলা না হয় আপনারা সোজাগ থেকে প্রতিহত করবেন।
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যদি কোন ধরনের অভিযোগ পাওয়া যায় তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সহ বীরগন্জ কাহারোল বোচাগন্জ বিরল উপজেলা বিএনপি অংগ সংগঠনের নেতা-নেত্রী বৃন্দ।