সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ । ১১:১৩ অপরাহ্ণ

স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব হয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।

অন্যদিকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) করা হয়েছে।

আজ (মঙ্গলবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নিয়মিত সচিব পদায়ন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য সেবা বিভাগের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের দায়িত্ব পালন করবেন।

এর আগে সন্ধ্যায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়।

আর পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আব্দুল বাকীকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন