নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি আতিককে বরখাস্ত করল বিওটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ । ২:১৩ পূর্বাহ্ণ

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আতিকুল ইসলামকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।‌

বুধবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বোর্ড মেম্বারদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে ভিসির কাছে জবাবদিহি চাওয়া হচ্ছিল। আবার শিক্ষার্থীরাও তার পদত্যাগের জন্য আল্টিমেটাম দিয়ে আসছিল।

ট্রাস্টিরা জানান, এনএসইউকে সামনে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়েই যোগ্য শিক্ষক রয়েছেন। দ্রুতই বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরবে এমন আশাবাদও ব্যক্ত করেন তারা।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন