বীরগঞ্জে সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ । ২:৫৯ অপরাহ্ণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সত্য সততা ও সমৃদ্ধির দৈনিক সকালের বাণী পত্রিকার ১ম বর্ষ পূর্তি ও অগ্রযাত্রার ২য় বর্ষ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ নভেম্বর ২০২৪) সকালে বীরগঞ্জ পৌর প্রেসক্লাব কার্যালয়ে পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাশেম (লালু) সভাপতিত্বে ও সকালের বাণী পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর।

এ সময় তিনি বলেন, সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সকালের বাণীকে আন্তরিক শুভেচ্ছা। আমি আশা করি, এই পত্রিকা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে গরীব ও খেটে খাওয়া মানুষের কথা তুলে ধরবে। সেই সাথে, পত্রিকার প্রকাশক, সম্পাদক, বিজ্ঞাপনদাতা এবং সংবাদকর্মীদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। পত্রিকার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জের সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি ও উত্তরের কণ্ঠ পত্রিকার সম্পাদক মাহাবুর রহমান আংগুর, দৈনিক যুগান্তর পত্রিকার বীরগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বীরগঞ্জ প্রতিনিধি সোহেল আহমেদ, দৈনিক খোলা কাগজ পত্রিকার বীরগঞ্জ প্রতিনিধি হাসান জুয়েল, দৈনিক সবুজ বাংলা পত্রিকার বীরগঞ্জ প্রতিনিধি ওয়ারেস আলী, দৈনিক মানবজমিন পত্রিকার বীরগঞ্জ প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী (বাবু), দৈনিক ইত্তেফাক পত্রিকার বীরগঞ্জ প্রতিনিধি উত্তম শর্মা, দৈনিক কালবেলা পত্রিকর বীরগঞ্জ প্রতিনিধি ফরহাদ হোসেন, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার বীরগঞ্জ প্রতিনিধি প্রদীপ রায় জিতু, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বীরগঞ্জ প্রতিনিধি মো. আরিফ হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার বীরগঞ্জ প্রতিনিধি জাহিদ হোসেন, পত্রিকার এজেন্ট মিজানুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

উত্তরের কণ্ঠ/পিআর/মাহাবুর রহমান আংগুর

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন