ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদানের লক্ষ্যে সংবাদ সন্মেলন

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশের সময়: সোমবার, ৭ আগস্ট, ২০২৩ । ৫:১৪ অপরাহ্ণ

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর গৃহ প্রদান উপলক্ষে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সংবাদ সন্মেলনে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহীউদ্দীন জাহাঙ্গীর।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারী কমিশনার মৌসুমী হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম, শামীম হোসাইন, হাবেল উদ্দিন প্রমুখ।

সন্মেলনে জানানো হয় গৃহ প্রদান চতুর্থ পর্যায়ের ২য় ধাপে আগামী ৯ আগষ্ট ৭০টি গৃহ প্রদান করা হবে। গৃহ প্রদান অনুষ্ঠানটি সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তা দেখানো হবে।

জয়পুরহাট জেলায় সর্বশেষ তালিকাভুক্ত ‘ক” শ্রেণির ১০৪৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে গত ২২/০৩/২০২৩ তারিখে প্রধানমন্ত্রী কর্তৃক জয়পুরহাট জেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।

তথাপি ২০২২-২৩ অর্থ বছরে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন কলন্দপুর ও খোদ্দমহসুল-১ আশ্রয়ণ প্রকল্পে বিদ্যমান জরাজীর্ণ সিআইসিট প্রকল্পের স্থানে (২০+৫০)=৭০ টি সেমিপাকা একক গৃহ নির্মাণের লক্ষ্যে বরাদ্দ পাওয়া যায়; যা চতুর্থ পর্যায়ের ২য় ধাপে নির্মিত গৃহগুলির সাথে উদ্বোধন করার নির্দেশনা রয়েছে।

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন কলন্দপুর ও খোদ্দমহসুল-১ আশ্রয়ণ প্রকল্পের ৭০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট প্রধানমন্ত্রীর পক্ষে কবুলিয়ত দলিল, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি আগামী ০৯/০৮/২০২৩ তারিখ সকাল ৮.৩০ টায় হস্তান্তর করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন