
জয়পুরহাটে আন্ত:জেলা ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জয়পুরহাট, নওগাঁ ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাতি হওয়া দুইটি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতদের বাড়ি, জয়পুরহাট, নওগাঁ ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায়।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম জানান, গত ২৫ অক্টোবর আক্কেলপুর উপজেলার কাদোয়া বটতলী এলাকায় সড়কে একদল ডাকাত রশি দিয়ে পথ রোধ করে তিনটি অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় মামলা হলে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য মতে নওগার বদলগাছী থেকে তিনজন ও বগুড়ার নন্দীগ্রাম ও ধুনট থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় দুটি অটোরিকশা।