চবিতে মাদক সেবনরত অবস্থায় ৩ জন আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ । ১২:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীসহ এক দোকানিকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টররিয়াল বডি।

সোমবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে প্রক্টরিয়াল বড়ি ও নিরাপত্তা বাহিনী যৌথ অভিযানে পুরাতন শামসুন নাহার হলের পরিত্যক্ত কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ইঞ্জিনিয়ার অনুষদের ডিন অফিস ও কেন্দ্রীয় গ্রন্থাগারের দুই কর্মচারীসহ লেডিস ঝুপড়ির এক দোকানি রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তাদের কাছ থেকে প্রায় এক লিটার মদ, দুই প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়েছে। পরিত্যক্ত ওই কক্ষে মশার কয়েল জ্বেলে মদ, সিগারেট, বাদাম, চানাচুর ও ছোলাভাজা নিয়ে গোল হয়ে বসেছিলেন আটক তিন ব্যক্তি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, চবি প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। শিক্ষার্থী বা কর্মকর্তা-কর্মচারী যেই বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক গ্রহণ করবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদ আজকের বিষয়টি নিয়ে অবগত আছেন। আগামীকাল (মঙ্গলবার) আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন