
বগুড়ার ধুনট উপজেলায় অগ্নিকাণ্ডে কৃষক পরিবারের বসতবাড়ি, আসবাবপত্র, খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও স্বর্ণালংকার পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, উপজেলার নাংলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মিন্টু প্রামানিকের বাড়িতে আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় দমকলবাহিনী পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে যায়। অগ্নিকান্ডে কৃষক পরিবারের ২টি ঘর, আসবাবপত্র, খাদ্যসামগ্রী, নগদ ২ লাখ টাকা ও ৭ ভরি ওজনের স্বর্ণালংকার পুড়ে গেছে। এতে ওই পরিবারের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ধুনট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার হামিদুল ইসলাম জানান, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়িটি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে বসতঘরে থাকা মালামাল, স্বর্ণালংকার ও নগদ টাকা ভস্মীভূত হয়েছে। পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।