বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ । ৪:৪৫ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জ থানায় বিএনপির দায়ের করা রাজনৈতিক মামলায় মোঃ নুরুল ইসলাম মাষ্টার (৬৫) নামে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

নুরুল ইসলাম মাষ্টার পৌরশহরের হাটখোলা এলাকার বাসিন্দা এবং সুজালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ব্যাপক জনপ্রিয়তার কারণে দুইবার নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় ডেকে নিয়ে পুলিশ তাকে গ্রেফতার দেখায় বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বলেন, চলতি বছরের ১৪ অক্টোবর বিএনপির দায়েরকৃত মামলায় অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে দিনাজপুর কোতয়ালী থানা হেফাজতে রাখা রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন