
মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করে মাগুরায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা যুবদলের নেতৃবৃন্দের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে শহরের ভায়নার মোড় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীমোড়ে গিয়ে সমাবেশ করে।
জানা যায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দিয়ে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি বৃহস্পতিবার মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সানাউল হক তন্ময়কে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের পত্র পাঠিয়েছে। এই বহিষ্কারের পেছনে জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের সংশ্লিষ্টতা রয়েছে—এমন অভিযোগ এনে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে জেলা যুবদলের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
সমাবেশে জেলা জাতীয়তবাদী যুবদলের সহসভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিক্কা, জেলা সেচ্ছাসেবক দল আহ্বায়ক আশরাফুজ্জামান শামিমসহ আরও অনেকে বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা জেলা যুবদল সভাপতি সম্পাদককে চক্রান্তকারী ও দুর্নীতিবাজ উল্লেখ করে দল থেকে তাদের বহিষ্কারের দাবি জানান।
এ বিষয়ে জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটি বৃহস্পতিবার মাগুরা জেলা যুবদল সদস্য সানাউল হক তন্ময়কে বহিষ্কার করেছে বলে জানতে পেরেছি। তার বহিষ্কারের পেছনে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। বহিষ্কারের সুনির্দিষ্ট কারণও আমার জানা নেই। তবে গত মাসের ৩০ তারিখে মাদক ব্যবসায়ে সংশ্লিষ্টতার অভিযোগে তন্ময়ের নামে সদর থানায় একটি মামলা রুজু হয়েছে বলে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। সেই কারণে তাকে বহিষ্কার করেছে কি-না সেটি কেন্দ্রীয় কমিটি ভালো বলতে পারবে।
অন্যদিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।