বনানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ । ১২:২৮ অপরাহ্ণ

রাজধানীর বনানী রেলক্রসিং এলাকায় কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২০ বছর। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই যুবককে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) মোস্তাক আহমেদ বলেন, গতরাতে খবর পেয়ে বনানী রেল ক্রসিংয়ের একটু সামনে রেললাইনের পাশে ওই যুবককে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই যুবকটি আর বেঁচে নেই।

এস আই আরও বলেন, ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা জানতে পারি গতরাতে ওই যুবকটি অসতর্কভাবে রেল লাইন দিয়ে হাঁটছিল। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। আমরা এখন পর্যন্ত তার নাম পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন