বৃষ্টিতে রাস্তার বিভিন্ন জায়গায় ভাঙ্গন, যান চলাচল বন্ধ

উপেজলা প্রতিবেদক, সোনারগাঁও
প্রকাশের সময়: শনিবার, ১২ আগস্ট, ২০২৩ । ১০:৪১ পূর্বাহ্ণ

সোনারগাঁ উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের চরপাড়া এলাকার পাকা রাস্তার হওয়ার, বছর না ঘুরতেই গাইড ওয়াল না থাকায় রাস্তা ভেঙে পড়েছে বিভিন্ন স্থানে। চরপাড়া এলাকার আওমীলীগ নেতা মুস্তাক মিয়া জানান, ২০২১ সালে শেষর দিকে রাস্তাটি পাকা করা হয়। চড়পাড়া মোড়ে হতে, মসজিদ পর্যন্ত রাস্তা কাজ সম্পুর্ন হয়।

বৃষ্টিতে রাস্তার দুইপাশ মাটি চলে যাওয়াতে, রাস্তার এখন বেহাল দশা। রাস্তার বিভিন্ন জায়গায় গুরুতর ভাঙ্গন দেখা গেছে, যার কারণে যানবাহন নিয়ে চলাচল করা যাচ্ছে না। দ্রুত সময়ের ভিতরে রাস্তাটি মেরামত করা প্রয়োজন।

স্থানীয় ৫ নং ওয়ার্ডের জাতীয় পার্টির সভাপতি হারুনু অর-রশিদ বলেন, দ্রুত সময়ের ভিতরে রাস্তাটির মেরামতের কাজ করা প্রয়োজন, স্থানীয় বৃদ্ধ, গর্ভবতী, স্কুল শিক্ষার্থী নিত্যদিনের যাতায়াতের রাস্তা। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে দ্রুত সময়ের ভিতরে রাস্তাটি মেরামত করার জন্য।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন