বীরগঞ্জে ধর্মীয় আচার ও আনন্দের মধ্যে বড়দিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ । ৪:২২ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা দিনটি পালন করেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে, যা ছিল এক অনন্য উৎসব। খ্রিস্টান সম্প্রদায়ের শিশু-কিশোররা বড়দিন উপলক্ষে নানা ধরনের পোশাক পরে এবং তাদের মধ্যে ছিল এক ধরনের আনন্দের ঝরনা। গাছপালাও সাজানো ছিল রঙিন সজ্জায়, বিশেষ করে ক্রিসমাস ট্রি ছিল সবার দৃষ্টি আকর্ষণকারী।

দিবসটি উপলক্ষে বুধবার ( ২৫ ডিসেম্বর ২০২৪) সকাল সাড়ে ১০টায় বীরগঞ্জের হাউজ ফেলোসিভ চার্চের পালক বরুন বাছার এর পরিচালনায় বিশেষ প্রার্থনা ও আলোচনা করা হয়। আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন চার্চের পালক ও মন্ডলীগণ। এসময় হিন্দু, মুসলিম সহ খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ নেতাকর্মীগন উপস্থিত ছিলেন ।

হাউজ ফেলোসিভ চার্চের পালক বরুন বাছার বলেন, বড়দিনের উৎসব ছিল একেবারে আলাদা ধরনের আনন্দের দিন, যা মানুষের মধ্যে একতা, শান্তি এবং ভালোবাসার অনুভূতি সৃষ্টি করেছে। বড়দিনের এই আনন্দ শুধুমাত্র খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং অন্যান্য ধর্মের মানুষও এই দিনটি উদযাপন এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় করা হয়।

এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রার্থনা ও আলোচনা সভায় শতাধিকের বেশি উপস্থিত হয়। বড়দিন উপলক্ষে ক্ষুদ্র-নৃগোষ্ঠী নারীরা তাদের বাড়ীর সৌন্দর্য ফুটিয়ে তুলতে মাটির দেয়ালে নানা রকমের ফুল এবং নকশা এঁকেছেন। এদিকে দিনটি উপলক্ষে নানা রকমের ফুল, বেলুন, নকশা করা কাগজ ও জরি দিয়ে সাজিয়েছেন তাদের গির্জা। খ্রিষ্টান গ্রামগুলোতেও নানা রঙে সাজিয়ে তোলা হয়েছে। সাধ্যমতো নতুন জামা কাপড় পড়েছে পরিবারের সকলে। বড়দিন উপলক্ষে সবার মাঝে ছিল উৎসবের আমেজ। দিনব্যাপী ছিল নানা আয়োজন।

 

উত্তরের কণ্ঠ/পিআর/জিতু

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন