লিটন দেশ ছাড়লেন কলম্বোর উদ্দেশে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১২ আগস্ট, ২০২৩ । ৩:১৬ অপরাহ্ণ

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলে গেল সপ্তাহেই দেশে এসেছিলেন লিটন কুমার দাস। দেশে কয়েকদিনের বিশ্রাম শেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল এই উইকেটরক্ষক ব্যাটারের। তবে আরেকটি ফ্র্যাঞ্জাইজি লিগ খেলতে ঢাকা ছাড়লেন লিটন। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে তার খেলার ডাক এসেছে। সেই ডাকে সাড়া দিয়ে আজ (শনিবার) দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছেন টাইগার ওপেনার।

লঙ্কান লিগে আগে থেকেই গল টাইটান্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। তার দল গলের হয়ে খেলবেন লিটনও। একই দলে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। তবে সাকিব প্রতিটি ম্যাচে মাঠে নামলেও এখনও অভিষেক হয়নি মিঠুনের।

এর আগে ৩০ জুলাই থেকে শুরু হয়েছে ৫ দলের এলপিএল টুর্নামেন্ট। যা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। যে কারণে এশিয়া কাপের প্রস্তুতিতে সাকিব, লিটন ও শরীফুলকে পাচ্ছে না বাংলাদেশ দল। এলপিএল শেষেই তাদের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন