চন্দনাইশ কেশুয়ায় বন্যার্তদের পাশে নুরুল ইসলাম

উপজেলা প্রতিবেদক, চন্দনাইশ
প্রকাশের সময়: শনিবার, ১২ আগস্ট, ২০২৩ । ৫:২৬ অপরাহ্ণ

স্মরণকালের ভয়াবহ বন্যায় বাসছে চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা সহ চট্টগ্রামের অধিকাংশ এলাকা।সপ্তাহব্যাপী ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারের পানি সবমিলিয়ে একাকার চট্টগ্রামের বেশিরভাগ এলাকা।

চন্দনাইশ- সাতকানিয়া সহ আশেপাশের এলাকার লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বসতবাড়িতে উঠেছে কোমর সমান পানি, দুর্বিপাকে পড়েছে মানুষ।

সৃষ্ট দুর্যোগে ত্রানসামগ্রী নিয়ে আজ ১২ আগষ্ট কেশুয়া ২ নং ওয়াডে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন চন্দনাইশ উপজেলার ৫ নং বরমা ইউনিয়নের কেশুয়া ২ নং ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের ব্যক্তিগত পক্ষ থেকে প্রায় দুইশত পরিবারের মাজে চাওল বিতরণ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার ৫নং বরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় ওয়াড আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন