খুঁজুন
শুক্রবার, ২৩শে মে, ২০২৫, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২

স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে দালাল প্রবেশ না করার আবেদন

জেলা প্রতিবেদক, ঠাকুরগাঁও প্রকাশিত: রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ১০:৪৯ অপরাহ্ণ
স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে দালাল প্রবেশ না করার আবেদন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারের দালাল ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের স্বাস্থ্য কমপ্লেক্সের ভিরতে প্রবেশ না করার জন্য আবেদন করা হয়েছে।

রবিবার ৬ আগস্ট উপজেলার ভেলাতৈর মহল্লার মহিদুল ইসলাম এ আবেদন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর করেন ।

আবেদন পত্র থেকে জানাগেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারের দালাল ও ঔষধ কোম্পানির প্রতিনিধিরা ভেতরে পরিবেশ নষ্ট করছে।

প্রতিদিন ডাক্টারদের চেম্বারদের দরজার সামনে ও জরুরী বিভাগের দরজার সামনে ভির করে এবং রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসার সাথে সাথে নিদিষ্ট ডাক্তার এর কাছে নিয়ে যাচ্ছে দালালেরা এবং ডাক্তার কে ম্যানেজ করে লিখে নিচ্ছেন ইচ্ছামত বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা এতে করে চিকিৎসার মান ব্যবহত হচ্ছে এবং হয়রানী হচ্ছে সাধারণ মানুষ।

ঔষুধ কোম্পানির প্রতিনিধি গুলো ব্যাস্ত রোগীদের ডাক্তারের দেওয়া ব্যাবস্থাপত্র র ছবি তুলতে এতে রোগীর গোপন রোগের বিষয়টি বাইরে প্রকাশ হচ্ছে এতে করে সেই রোগীর সম্মান হানী হচ্ছে।

বিষয়টি সুষ্ঠ তদস্তের মাধ্যমে সমাধানের জন্য এবং দালালদের উৎপাত হতে সাধারণ মানুখকে রক্ষা পেতে তিনি এ আবেদন করেন বলে জানান।

কানের উদ্দেশে রওনা দিলেন আলিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ
কানের উদ্দেশে রওনা দিলেন আলিয়া

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কান চলচ্চিত্র উৎসবের উদ্দেশে রওনা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গত কয়েক দিন ধরেই কানের লাল গালিচায় কোন কোন তারকাদের দেখা যাবে, তা নিয়ে চলছিল তুমুল আলোচনা।

শর্মিলা ঠাকুর থেকে ঐশ্বরিয়া রাই বচ্চন ইতোমধ্যেই নজর কেড়েছেন, তবে আলিয়ার উপস্থিতি নিয়ে ছিল অনিশ্চয়তা। ফ্রান্সের উদ্দেশে রওনা দেওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে আলিয়াকে দেখা গেল তার নিজস্ব স্টাইলে।

ব্লেজার, ট্রাউজার এবং চোখে রোদচশমা—এই পোশাকেই তিনি ক্যামেরাবন্দী হয়েছেন। এই ছবি প্রকাশ্যে আসতেই আলিয়া ভক্তদের মুখে চওড়া হাসি।

যত দিন যাচ্ছে, নায়িকার স্টাইল স্টেটমেন্টও যেন সকলের নজর কাড়ছে। তাই এ বছর কানের লাল গালিচায়ও যে নতুন কিছু চমক অপেক্ষা করছে, সেটাই আশা করছেন আলিয়ার অনুরাগীরা।

ভারত-পাকিস্তান সীমান্তের উত্তাল পরিস্থিতির কারণে আলিয়া কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছিলেন। এমন গুরুত্বপূর্ণ সময়ে দেশ না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ
বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি

সাপ্তাহিক ছুটির দিনে সবজির বাজারে কিছুটা স্বস্তি বিরাজ করছে। দু-য়েকটা সবজি ছাড়া অন্যগুলোর দাম প্রায় অপরিবর্তিতই রয়েছে। বাজারে দামি সবজির মধ্যে রয়েছে কাকরোল, যা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা দরে। তাছাড়া পটল, চিচিঙ্গা, বরবটি, বেগুনসহ অন্যন্য সবজি ৫০-৬০ কেজিতে বিক্রি হচ্ছে।

শুক্রবার (২৩ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। দুয়েক-সপ্তাহ আগে বাজারে বেশিরভাগ সবজি ৭০ থেকে ৮০ টাকার ঘরে থাকলেও আজ সেসব সবজি ৫০ থেকে ৬০ টাকার ঘরে নেমেছে।

আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৫০ টাকায়, শসা ৬০, ঢেঁড়স ৫০, ধুন্দল ৬০, মুলা ৫০, বেগুন ৬০, পটল ৫০, ঝিঙ্গা ৫০, কঁচুর লতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বরবটি প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, কলা প্রতি হালি ৪০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি আজকের বাজারে দামি সবজির মধ্যে রয়েছে কাঁকরোল, যার প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায় এবং টমেটো বিক্রি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ টাকায়।

রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী খাদেমুল ইসলাম বলেন, গত ঈদের পর থেকে যেমন সবজির দাম বাড়তি ছিল সেই তুলনায় সবজির বাজার কিছুটা কমেছে। এছাড়া কিছুদিন আগে যেসব সবজি ৭০-৮০ টাকার ঘরে ছিল, সেই সবজিগুলো এখন ৫০-৬০ টাকার ঘরে নেমেছে। সেই হিসেবে সবজির দাম এখন কিছুটা কম।

মগবাজার বাজারের আরেক ক্রেতা শহীদুজ্জামান বলেন, আজকে বাজারে দেখলাম সবজির মধ্যে সবচেয়ে দামি সবজি কাঁকরোল, যার প্রতি কেজি ৮০ টাকা। এ ছাড়া টমেটোর দাম হঠাৎ করে বেড়ে এখন প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি সবজি গুলোর দাম তুলনামূলক কমেছে। সবজির দাম কমেছে বলতে যেটা প্রতি কেজি ৭০-৮০ টাকায় বিক্রি হত সেটা আজকের বাজারে দেখলাম ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির দাম বিষয়ে মহাখালী বাজারের সবজি বিক্রেতা  আমিনুল ইসলাম বলেন, বর্তমানে সবজির দাম কম যাচ্ছে। ক্রেতারা আগের চেয়ে বেশি পরিমাণে সবজি কিনছে এখন। কিছুদিন আগেও সবজির দাম যখন বাড়তি যাচ্ছিল তখন ক্রেতারা খুব কম পরিমাণে সবজি কিনছিল। সেই তুলনায় সবজির দাম এখন কম হওয়ায় তুলনামূলক বেশি করে সবজি কিনতে পারছে। পাইকারি বাজারে যখন আমরা কম দামে সবজি কিনতে পারি, তখন কম দামি ক্রেতাদের কাছে সবজি বিক্রি করা যায়। এখন কম দাম চলছে বলেই, কে তাদের কাছে কম দামি বিক্রি করতে পারছি।

সবজির দামের ধারণা দিয়ে রামপুর এলাকার একটি সবজি বিক্রেতা জাহিদুর রহমান বলেন, আজকের বাজারে বেশিরভাগ সবজি ৫০ থেকে ৬০ টাকার ঘরে রয়েছে। শুধুমাত্র কাঁকরোল প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। আর টমেটোর মৌসুম শেষ হওয়ায় দাম কিছুটা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

‘পদত্যাগের’ কথা ভাবছেন ড. ইউনূস, না করার অনুরোধ নাহিদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ণ
‘পদত্যাগের’ কথা ভাবছেন ড. ইউনূস, না করার অনুরোধ নাহিদের

দেশের সর্বত্র উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গুঞ্জন শুরু হয়েছে পদত্যাগের চিন্তা করছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এমন গুঞ্জনের মধ্যে তার সঙ্গে দেখা করে আসলেই পদত্যাগ নিয়ে প্রধান উপদেষ্টা ভাবছেন বলে নিশ্চিত করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অবশ্য তিনি যেন এমন সিদ্ধান্ত না নেন সেই অনুরোধ জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। পরে বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি, স্যারেরতো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন।’

এসময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদও ছিলেন বলে জানা গেছে।

নাহিদ ইসলাম বলেন, ‘স্যার বলছেন আমি যদি কাজ করতে না পারি… যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণঅভ্যুত্থানের পর, দেশের পরিবর্তন, সংস্কার…। কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে। আমিতো এভাবে কাজ করতে পারবো না। তো রাজনৈতিক দলগুলা তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো।’

প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন নাহিদ। এ প্রসঙ্গে নাহিদ বলেন, ‘আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সব দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন, সবাই তার সাথে আশা করি কো-অপারেট করবেন।’

প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন জানিয়ে নাহিদ বলেন, ‘হ্যাঁ, যদি কাজ করতে না পারেন, থাকবেন, থেকে কী লাভ। উনি বলছেন উনি এ বিষয়ে ভাবছেন। ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না।’

পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখনকার মনোভাবের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এখন ওনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায়… সেই আস্থার জায়গা, আশ্বাসের জায়গা না পাইলে উনি থাকবেন কেন?’

"> ">
কানের উদ্দেশে রওনা দিলেন আলিয়া বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি ‘পদত্যাগের’ কথা ভাবছেন ড. ইউনূস, না করার অনুরোধ নাহিদের জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ উপদেষ্টা মাহফুজের পর হাসনাতেরও ঐক্যের ডাক প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের ব্রাইডাল লুকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস না আছে মরার ভয় না আছে হারাবার কিছু : আসিফ মাহমুদ গ্রেপ্তারের ক্ষমতা পেলেন ট্টাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর বীরগঞ্জে বীজ ডিলার ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত চলমান আন্দোলনের বিষয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রেস বিজ্ঞপ্তি নাগরিক ছাত্র ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু শেরপুর সীমাবাড়ি ইউনিয়নের কদিম হাঁসড়া গ্রামে বিমলের বাড়িতে মাদকের আখরা, যেন দেখার কেউ নেই রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গ্রাহক সেবার মানোন্নয়নে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় ধরনের বদলি! ভবানীপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশ অঞ্জাত কিশোরীর লাশ উদ্ধারের পরিচয় সনাক্তে ফেইসবুকে পোস্ট বীরগঞ্জে এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নানা কর্মসূচীর মধ্যদিয়ে বীরগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত বীরগঞ্জে মহান শ্রমিক দিবস পালিত ছোনকায় মহান মে দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন কাহারোলে স্কাউটস দিবস উপলক্ষে র‍্যালি,পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু দুদকের আকস্মিক অভিযান: বীরগঞ্জ হাসপাতালে দুর্নীতির চিত্র উন্মোচিত শেরপুরে চোরসহ টলিগাড়ি পাবনার ভাঙ্গুরায় আটক শেরপুরে ইউনিয়ন জামাতের সেক্রেটারীর ভাই ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার শেরপুরে কলেজের অধ্যক্ষের দূর্ণীতির বিরুদ্ধে মানববন্ধন।। শেরপুরে সভাপতি কর্তৃক অধ্যক্ষের বিরুদ্ধে দূর্ণীতি তদন্ত করার কারনে সভাপতি পরিবর্তন