সাপ্তাহিক ছুটির দিনে সবজির বাজারে কিছুটা স্বস্তি বিরাজ করছে। দু-য়েকটা সবজি ছাড়া অন্যগুলোর দাম প্রায় অপরিবর্তিতই রয়েছে। বাজারে দামি সবজির মধ্যে রয়েছে কাকরোল, যা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা দরে। তাছাড়া পটল, চিচিঙ্গা, বরবটি, বেগুনসহ অন্যন্য সবজি ৫০-৬০ কেজিতে বিক্রি হচ্ছে।
শুক্রবার (২৩ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। দুয়েক-সপ্তাহ আগে বাজারে বেশিরভাগ সবজি ৭০ থেকে ৮০ টাকার ঘরে থাকলেও আজ সেসব সবজি ৫০ থেকে ৬০ টাকার ঘরে নেমেছে।
আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৫০ টাকায়, শসা ৬০, ঢেঁড়স ৫০, ধুন্দল ৬০, মুলা ৫০, বেগুন ৬০, পটল ৫০, ঝিঙ্গা ৫০, কঁচুর লতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া বরবটি প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, কলা প্রতি হালি ৪০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি আজকের বাজারে দামি সবজির মধ্যে রয়েছে কাঁকরোল, যার প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায় এবং টমেটো বিক্রি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ টাকায়।
রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী খাদেমুল ইসলাম বলেন, গত ঈদের পর থেকে যেমন সবজির দাম বাড়তি ছিল সেই তুলনায় সবজির বাজার কিছুটা কমেছে। এছাড়া কিছুদিন আগে যেসব সবজি ৭০-৮০ টাকার ঘরে ছিল, সেই সবজিগুলো এখন ৫০-৬০ টাকার ঘরে নেমেছে। সেই হিসেবে সবজির দাম এখন কিছুটা কম।
মগবাজার বাজারের আরেক ক্রেতা শহীদুজ্জামান বলেন, আজকে বাজারে দেখলাম সবজির মধ্যে সবচেয়ে দামি সবজি কাঁকরোল, যার প্রতি কেজি ৮০ টাকা। এ ছাড়া টমেটোর দাম হঠাৎ করে বেড়ে এখন প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি সবজি গুলোর দাম তুলনামূলক কমেছে। সবজির দাম কমেছে বলতে যেটা প্রতি কেজি ৭০-৮০ টাকায় বিক্রি হত সেটা আজকের বাজারে দেখলাম ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির দাম বিষয়ে মহাখালী বাজারের সবজি বিক্রেতা আমিনুল ইসলাম বলেন, বর্তমানে সবজির দাম কম যাচ্ছে। ক্রেতারা আগের চেয়ে বেশি পরিমাণে সবজি কিনছে এখন। কিছুদিন আগেও সবজির দাম যখন বাড়তি যাচ্ছিল তখন ক্রেতারা খুব কম পরিমাণে সবজি কিনছিল। সেই তুলনায় সবজির দাম এখন কম হওয়ায় তুলনামূলক বেশি করে সবজি কিনতে পারছে। পাইকারি বাজারে যখন আমরা কম দামে সবজি কিনতে পারি, তখন কম দামি ক্রেতাদের কাছে সবজি বিক্রি করা যায়। এখন কম দাম চলছে বলেই, কে তাদের কাছে কম দামি বিক্রি করতে পারছি।
সবজির দামের ধারণা দিয়ে রামপুর এলাকার একটি সবজি বিক্রেতা জাহিদুর রহমান বলেন, আজকের বাজারে বেশিরভাগ সবজি ৫০ থেকে ৬০ টাকার ঘরে রয়েছে। শুধুমাত্র কাঁকরোল প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। আর টমেটোর মৌসুম শেষ হওয়ায় দাম কিছুটা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
আপনার মতামত লিখুন