খুঁজুন
বুধবার, ৯ই জুলাই, ২০২৫, ২৫শে আষাঢ়, ১৪৩২

আ.লীগের লিফলেট বিতরণ করলে গ্রেফতার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
আ.লীগের লিফলেট বিতরণ করলে গ্রেফতার: প্রেস সচিব

ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর হয়ে যারা লিফলেট বিতরণ করছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘এ লিফলেটের মধ্যে ফ্যাসিবাদীরা এমন কিছু আপত্তিকর বক্তব্য দিচ্ছে, যা খুবই বিপজ্জনক।’

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন একাডেমি সার্ভিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করেছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে একজন শিক্ষা ক্যাডারের লোক লিফলেট বিতরণ করছেন এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমরা মিডিয়ায় দেখেছি, শুধু তিনি নন, যে আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ করছেন, তাদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, সারাদেশে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছে উত্তরের কণ্ঠ

উত্তরের কণ্ঠ ডেক্স
প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ণ
সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছে উত্তরের কণ্ঠ

গণমাধ্যমে প্রতিদিন হাজারও খবর পাঠক-দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। কিন্তু সব খবরই যে পাঠকের মন ছুঁয়ে যায়, তা নয়। আবার সব গণমাধ্যমও যে সেই হৃদয়ছোঁয়া সংবাদ পরিবেশন করতে পারে, সেটিও সত্য নয়। হাতে গোনা কিছু সংবাদমাধ্যম এবং হাতে গোনা কিছু সংবাদই দিনশেষে মানুষের মনে দাগ কাটে।

বিভিন্ন মুদ্রিত পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালের ভিড়ে পাঠকের ভালোবাসা অর্জন করা যেমন কঠিন, তেমনি তা ধরে রাখাও আরও কঠিন। সেই কঠিন চ্যালেঞ্জেই নিজেকে প্রমাণ করেছে ‘উত্তরের কণ্ঠ’

অনেক প্রতিষ্ঠান অনেক স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু সফলতার শিখরে পৌঁছাতে পারে কজন? শীর্ষে যেতে সময় লাগে, সাধনা লাগে, মানুষের আস্থা অর্জন করতে হয়। সেই পথ পাড়ি দিয়ে উত্তরের কণ্ঠ এখন হয়ে উঠেছে পাঠকের নির্ভরতার প্রতীক।

আগামী (১৪ আগষ্ট) উত্তরের কণ্ঠের দ্বিতীয় বর্ষপূর্তি। শুরু থেকেই সাহস, সততা, দায়িত্ববোধ এবং নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে প্রতিটি দিন পার করেছে এই পোর্টালটি। নতুন নতুন পরিস্থিতির মুখোমুখি হয়ে, প্রতিকূলতাকে জয় করে এগিয়ে গেছে তারা।

উত্তরের কণ্ঠ-এর প্রাণ হচ্ছে এর একঝাঁক তরুণ, সৃজনশীল ও উদ্যমী সংবাদকর্মী, যারা প্রতিদিন সবার আগে সত্য তুলে ধরতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এসব সাংবাদিকের চোখ, কলম, ক্যামেরা ও কণ্ঠে ফুটে উঠেছে বাংলাদেশের প্রত্যন্ত জনপদের বাস্তবতা।

গত দুই বছরে উত্তরের কণ্ঠের অর্জনের ঝুলিতে জমা হয়েছে অনেক কিছু। প্রতিটি রিপোর্ট, ফিচার, অনুসন্ধান, কিংবা সরল মানবিক গল্প—সব কিছুই এই প্রতিষ্ঠানের পথচলাকে করেছে আরও বর্ণময়, আরও মানুষের কাছে গ্রহণযোগ্য। এই সব অর্জনের পেছনে রয়েছে যাদের ত্যাগ, ঘাম আর বিশ্বাস—তাদের সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা।

উত্তরের কণ্ঠের অর্জন

আনুষ্ঠানিক যাত্রার ছয় মাসের মধ্যেই চমক দেখাতে শুরু করে উত্তরের কণ্ঠ। দুর্নীতি-ভোগান্তিসহ নানা খবরের পেছনের খবর তুলে ধরে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছায় গণমাধ্যমটি। গত কয়েক মাস ধরে অ্যালেক্সা র‍্যাংকিংয়ে দেশে উত্তরের কণ্ঠের অবস্থান পনের নম্বরে। এখনও অবস্থানটি ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। বিশ্বের কোটি ওয়েবসাইটের মধ্যে পাঁচ হাজার ৫৮৪তম অবস্থানে রয়েছে উত্তরের কণ্ঠ।

সারাদেশব্যাপী প্রতিনিধি নেটওয়ার্ক গড়ে তোলা: বাংলাদেশের প্রায় সব জেলা ও অধিকাংশ উপজেলায় নিবেদিত সংবাদকর্মী নিয়োগের মাধ্যমে শক্তিশালী মাঠপর্যায়ের কাঠামো তৈরি।

বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত সংবাদ পরিবেশনের মানদণ্ড প্রতিষ্ঠা: সংবাদের গতি নয়, বিশ্বাসযোগ্যতাকে অগ্রাধিকার দিয়ে পাঠকের আস্থা অর্জন।

স্থানীয় সংকট ও মানবিক গল্প জাতীয় পরিসরে তুলে আনা: প্রান্তিক মানুষের কথা, সমস্যাবলি ও সংগ্রামের চিত্র তুলে ধরে গণসচেতনতা সৃষ্টি।

কনটেন্টের বিষয়বৈচিত্র্য ও গভীরতা: রাজনীতি, উন্নয়ন, শিক্ষা, কৃষি, সাহিত্য, সংস্কৃতি, প্রযুক্তি ও মানবিক ফিচারে বৈচিত্র্যপূর্ণ উপস্থাপন।

তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ ও কর্ম-অভিজ্ঞতা: অনলাইন সাংবাদিকতায় আগ্রহী তরুণদের জন্য একটি গঠনমূলক ও ব্যবহারিক প্ল্যাটফর্ম।

সামাজিক যোগাযোগমাধ্যমে শক্তিশালী উপস্থিতি: ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে লাখো পাঠকের নিকট খবর ও ফিচার পৌঁছানো।

বিশ্বস্ততার প্রতীক হিসেবে পরিচিতি অর্জন: উত্তরবঙ্গসহ সারাদেশে “উত্তরের কণ্ঠ” এখন নির্ভরযোগ্যতার একটি পরিচিত নাম।

মানবিক সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন: সহযোগিতা প্রয়োজন এমন ব্যক্তির খবর তুলে ধরে প্রশাসন ও সমাজের দৃষ্টি আকর্ষণ, ফলে তাৎক্ষণিক সাড়া ও সহায়তা মিলেছে।

নিজস্ব পরিচিতি ও ব্র্যান্ড ভ্যালু গড়ে তোলা: ‘উত্তরবঙ্গের আত্মার আত্মীয়’ শুধু স্লোগান নয়—এটি পাঠকের অনুভব ও সম্মানজনক। পরিচয়।

উত্তরের কণ্ঠ আস্থা ও পেশাদারিত্বের প্রতীক: চিত্ত ঘোষ

চিত্ত ঘোষ
প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ণ
উত্তরের কণ্ঠ আস্থা ও পেশাদারিত্বের প্রতীক: চিত্ত ঘোষ

উত্তরের কণ্ঠ’-এর দুই বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও প্রশংসা জানিয়েছেন দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক ‘আজকের দেশবার্তা’ পত্রিকার সম্পাদক চিত্ত ঘোষ

তিনি বলেন, “খুব অল্প সময়ের মধ্যেই উত্তরের কণ্ঠ যে বিশ্বাস ও আস্থা অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে উত্তরাঞ্চলের প্রান্তিক মানুষের কথা যেভাবে গুরুত্ব সহকারে তুলে ধরা হচ্ছে, তা বর্তমান গণমাধ্যম বাস্তবতায় একটি ব্যতিক্রমী উদাহরণ।”

তিনি আরও উল্লেখ করেন, “বস্তুনিষ্ঠ সংবাদ দ্রুত পাঠকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটি উত্তরের কণ্ঠ অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছে। শুধু তা-ই নয়, দেশ, মাটি ও মানুষের প্রতি যে দায়বদ্ধতা একটি গণমাধ্যমের থাকা উচিত—উত্তরের কণ্ঠ তা যথাযথভাবেই পালন করে চলেছে।”

উত্তরের কণ্ঠের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, “আমি এই পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি। আশা করি উত্তরের কণ্ঠ তার পেশাদারিত্ব ও নৈতিক অবস্থান বজায় রেখে আরও বহুদূর এগিয়ে যাবে এবং জনমানুষের প্রকৃত কণ্ঠস্বর হয়ে উঠবে।”

২০২৩ সালের ১৪ আগষ্ট আত্মপ্রকাশ করে নিউজ পোর্টাল উত্তরের কণ্ঠ। দর্শক-পাঠকদের আস্থা ও ভালোবাসা সঙ্গী করে এরই মধ্যে প্রতিষ্ঠানটি দুই বছর পার করল। অতি অল্প সময়ে পাঠকের হৃদয়ে জায়গা করে নেওয়ার পাশাপাশি উত্তরের কণ্ঠ নিজের সাফল্যের ঝুলিতে অসংখ্য অর্জন জমা করেছে।

উত্তরের কণ্ঠ’র দুই বছর পূর্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ
উত্তরের কণ্ঠ’র দুই বছর পূর্তি

২০২৩ সালের ১৪ আগস্ট যাত্রা শুরু করেছিল বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম ‘উত্তরের কণ্ঠ’। ‘উত্তরবঙ্গের আত্মার আত্মীয়’ এই স্লোগানকে ধারণ করে শুরু হওয়া পত্রিকাটি আজ পূর্ণ করল পথচলার দুই বছর। এই দুই বছরে পত্রিকাটি শুধু উত্তরবঙ্গ নয়, বরং সারাদেশের পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছে।

ডিজিটাল মাধ্যমে বস্তুনিষ্ঠ ও প্রাসঙ্গিক কনটেন্ট পরিবেশন করে শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম হওয়ার প্রত্যয়ে এগিয়ে চলা ‘উত্তরের কণ্ঠ’ আজ দেশের প্রায় প্রতিটি জেলা ও অধিকাংশ উপজেলায় নিজস্ব সংবাদকর্মী দিয়ে সরাসরি মাঠপর্যায়ের খবর পাঠকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে।

দ্বিতীয় বর্ষপূর্তির এই বিশেষ মুহূর্তে ‘উত্তরের কণ্ঠ’ পরিবার জানায়, পত্রিকাটি প্রথম থেকেই বিকল্পধারার সাংবাদিকতা-কে গুরুত্ব দিয়ে সংবাদের পেছনের সংবাদ তুলে আনার চেষ্টা করেছে। সাহসী ও মানবিক রিপোর্টের মাধ্যমে সমাজের নিপীড়িত, উপেক্ষিত, ও সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে এই প্ল্যাটফর্ম।

পত্রিকাটির বৈচিত্র্যপূর্ণ কনটেন্ট, যেমন— সাহিত্য, সংস্কৃতি, কৃষি, প্রযুক্তি, শিক্ষা, মানবিক ফিচার ইত্যাদির কারণে পাঠকদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আকর্ষণ। এতে কাজ করছেন একদল তরুণ ও উদ্যমী সাংবাদিক, যাদের নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ সংবাদকর্মীরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় উত্তরাঞ্চলের প্রতিটি কোণ থেকে প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন বাস্তবতা, সংকট ও সম্ভাবনার গল্প।

পাঠকের চাহিদা ও সময়ের প্রয়োজনে সামনের দিনগুলোতে ‘উত্তরের কণ্ঠ’ অনুসন্ধানী সাংবাদিকতা, ভিডিও রিপোর্টিং, মোবাইল অ্যাপ, ও ইংরেজি সংস্করণ চালুর উদ্যোগ নিচ্ছে বলে জানান সম্পাদকমণ্ডলী। এছাড়া নিয়মিত সংবাদকর্মী প্রশিক্ষণ, পাঠক মতামত গ্রহণ, এবং আঞ্চলিক প্রতিনিধি সম্মেলনের পরিকল্পনাও রয়েছে।

এ বিষয়ে প্রধান সম্পাদক মাহাবুর রহমান আঙ্গুর বলেন উত্তরের কণ্ঠ আজ শুধু একটি পত্রিকা নয়, এটি হয়ে উঠেছে মানুষের কথা বলার একটি শক্তিশালী মাধ্যম। আমরা চাই, প্রতিটি মানুষের না-বলা কথাগুলো যেন উঠে আসে গণমাধ্যমে—সত্য, মানবিকতা ও দায়িত্ববোধের জায়গা থেকে।”

দুই বছরের এই অর্জনের পেছনে পাঠক, সংবাদকর্মী ও শুভানুধ্যায়ীদের অবদান অকৃত্রিম বলে উল্লেখ করেন তিনি।

"> ">
সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছে উত্তরের কণ্ঠ উত্তরের কণ্ঠ আস্থা ও পেশাদারিত্বের প্রতীক: চিত্ত ঘোষ উত্তরের কণ্ঠ’র দুই বছর পূর্তি তৃতীয় বর্ষ পদার্পণে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত অন্তত ১০ বীরগঞ্জে জিয়া সাইবার ফোর্স নেতার নামে মিথ্যা প্রচার: তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি ফজিলা বেগমকে হাঁসের খামার উপহার দিল স্বেচ্ছাসেবী সংগঠন বিএসএসকেপি বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: তদন্তে পিবিআই বর্ণিল আয়োজনে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের রাজকীয় বিদায়ী সংবর্ধনা জয়পুরহাটে ‘কিডনি বেচার গ্রাম’ কপিল দেবকে ছুঁয়ে ধোনির পথে জাদেজা বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের ভাই দেলোয়ার গ্রেপ্তার ‘বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না’ খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সংস্কার, সেই সংস্কার আদায় করে ছাড়ব জ্বালানি ভরার জন্য নেমে আর উড়লই না বিমান, ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ায় জামায়াতের জনসভা : স্লোগানে স্লোগানে মুখর রংপুর জিলা স্কুল মাঠ বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: তদন্তে পিবিআই, ক্লিনিকের অনিয়ম ও অভিজ্ঞতার ঘাটতি উদ্ঘাটন পুলিশ পরিচয়ে ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি বীরগঞ্জে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় সেনানিবাসের লেক থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার বীরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা কাহারোলে ছাগল এবং এসএস কাভার্ড স্টাইবোফোম বক্স প্রদর্শনীর উপকরণ বিতরণ পৃথিবীতে আমার শ্বশুরবাড়িই সেরা : সোনাক্ষী স্কাউটস কাব কার্নিভালের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা নির্দেশনার পরও শতবর্ষী ঝুঁকিপূর্ণ গাছ অপসারণে ব্যর্থ ঝিকরগাছা প্রশাসন বাংলাদেশে গণমাধ্যমের অবস্থা নিয়ে সিজেএ-র নিবন্ধ, সরকারের প্রতিবাদ ‘ফোরদো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস নয়’ সাবেক সিইসি নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা