বিএসটিআই’র অভিযানে বিপুল ভোজ্যতেল জব্দ

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে অবৈধ সিন্ডিকেট ও ভেজালকারীরা। ঢাকার ডেমরাতে সুন্দর চকচকে মোড়কে প্রস্তুত করা হচ্ছিলো অবৈধ ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম তেল। বিএসটিআই’র মোবাইল কোর্টে ধরা পড়েছে অবৈধ প্রতিষ্ঠানটি। এসকল মালামাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানাসহ সিলগালা করা হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিএসটিআই’র মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র ফিল্ড অফিসার প্রকৌশলী এ এন এম ফরহাদ হোসেন দায়িত্ব পালন করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায়, ডেমরার আমুলিয়া মডেল টাউনে আল আকসা গুড ফুড লিমিটেড নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতীত আফান ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম তেল জাতীয় পণ্যসমূহ বোতলজাত করছে। প্রতিষ্ঠানটি অবৈধভাবে পণ্যের মোড়কে বিএসটিআই’র মানচিহ্ন ও ভুয়া কিউআর কোড ব্যবহারপূর্বক পণ্যসমূহ বিক্রয়-বিতরণ ও বাজারজাতকরণ করে আসছে। প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদ অবস্থায় পাওয়া যায়।
বিএসটিআই মহাপরিচালক বলেন, এক ধরনের অসাধু ব্যবসায়ীরা পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে। আমারাও এ ধরনের লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের বিষয়ে সজাগ আছি এবং প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। রমজানকে সামনে রেখে বিএসটিআই’র মোবাইল কোর্ট ও সার্ভেল্যান্স টিম আরও বেশি সক্রিয়।
নকল ও ভেজাল থেকে পরিত্রাণের জন্য তিনি পণ্যের মোড়কে বিএসটিআই প্রদত্ত কিউআর কোড স্ক্যান করে বিএসটিআই’র লাইসেন্স নিশ্চিত হয়ে পণ্য ক্রয়ের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন