উপার্জনের একমাত্র সম্বল ভ্যান চুরি, দিশাহারা শিশু মোতালেব

যশোরের চৌগাছা উপজেলার কাঁচাবাজার থেকে উপার্জনের একমাত্র সম্বল মোটরচালিত ভ্যান চুরি যাওয়ার কারণে দিশাহারা হয়ে পড়েছে শিশু মোতালেব। পরিবারে আহারের যোগান দিতে, ছেলেটি এই ভ্যান চালিয়ে তার সংসার চালাত। কিন্তু চুরি হওয়া এই ভ্যানটি তার জীবনকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে।
মোতালেব (১২), যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের ফুল সর্দারের ছেলে। কান্নাজড়িত কণ্ঠে মোতালেব বলেন, ‘আমার আব্বা আমাকে জমি বিক্রি করে এই ভ্যানটি কিনে দিয়েছিল। আমাদের সংসার এই ভ্যানের আয়ের ওপর চলত। এখন জানি না, কীভাবে আমাদের সংসার চলবে।’
মঙ্গলবার দুপুরে (১১ ফেব্রুয়ারি) মোতালেব ভ্যানটি নিয়ে মোহাম্মদপুর তেল পাম্প থেকে দুই যাত্রী নিয়ে চৌগাছার কাঁচাবাজারে আসেন। বাজারের মধ্যে একজন যাত্রী তাকে নিয়ে গেলে, ফিরে এসে তিনি তার ভ্যানটি আর খুঁজে পাননি।
মোতালেবের বাবা ফুল সর্দার বলেন, ‘আমি অসুস্থ। শরীর ভালো থাকলে অন্যের জমিতে কাজ করি, কিন্তু এখন আমার ছেলে যে টাকা উপার্জন করে, সেই টাকাতেই আমাদের সংসার চলে। আমি কীভাবে চিকিৎসা করবো, কীভাবে সংসার চলবে, জানি না।’
এই মানবিক ঘটনা সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মোতালেবের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এই চুরির ঘটনা তদন্ত করা হচ্ছে এবং চোর চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
মোতালেবের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় নেতৃবৃন্দ এবং ছাত্র আন্দোলনের সদস্যরা। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আশ্বাস দিয়েছেন যে, তারা শিশু মোতালেবের হারানো ভ্যানটি পুনরুদ্ধারে সহায়তা করবেন।
আপনার মতামত লিখুন