বীরগঞ্জে মাদকমুক্ত আলোকিত যুব সমাজ গড়তে শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মাদকমুক্ত আলোকিত যুব সমাজ গঠনের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর সহযোগীতায় গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবেশে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সমাবেশের প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহেন্দ্র নাথ রায়। তিনি বলেন, বর্তমান সমাজে মাদকের প্রভাব দিন দিন বাড়ছে, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে পরিবার, শিক্ষক ও সমাজের সক্রিয় ভূমিকা জরুরি।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার, প্রোগ্রাম অর্গানাইজার মজিদুল ইসলাম বাবু, রুয়েল এক্কা, ভলান্টিয়ার প্রদীপ রায় সহ আরো অনেকে।
অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী রফিকুল আলম। তিনি বলেন, আমরা যদি সন্তানদের পর্যাপ্ত সময় দেই, তাদের বন্ধু-বান্ধব ও চলাফেরা সম্পর্কে খোঁজ রাখি, তাহলে মাদকাসক্তির ঝুঁকি অনেকটাই কমে যাবে।
সমাবেশে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রতিটি স্কুল ও কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক সভা আয়োজন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন