বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

দিনাজপুরের বীরগঞ্জে ১নং শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর বাবু পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ।
সংবাদ পেয়ে শুক্রবার রাত ১২টায় ক্ষতিগ্রস্থতের প্রত্যেক পরিবারকে ২টি করে কম্বল, ২ প্যাকেট শুকনো খাবার ও ৬ হাজার টাকা তুলে দেন। সেইসাথে ঘর নির্মাণের জন্য দ্রুত প্রত্যেক পরিবারকে দুইবান ঢেউটিন ও জেলা পরিষদ থেকে ১০ হাজার টাকা প্রদান করার আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান সরকার, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার রাত ১১টায় ভয়াবহ ওই আগুনে পুড়ে গেছে গবাদি গরু ছাগলসহ ১৫টি পরিবারের ২৮টি ঘর ও মূল্যবান জিনিসপত্র। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, ধৈর্য নারায়ন রায়ের বাড়ির গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, ধান-চাল, নগদ অর্থসহ সব ধরনের মালামাল পুড়ে যায়।
এছাড়া ২টি গরু ও ২টি ছাগল পুড়ে মারা গেছে। আগুনের তীব্রতা এতো ভয়াবহ ছিল যে, বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে তিন ঘণ্টা লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে। আগুনে পুড়ে ভষ্মিভূত পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া কিছুই ছিল না।
আপনার মতামত লিখুন