বীরগঞ্জে ধর্ষণ ও ধর্ষণকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ

সারাদেশে ন্যায় দিনাজপুরের বীরগঞ্জে বেড়ে চলা ধর্ষণের ঘটনার বিরুদ্ধে ফুঁসে উঠেছে বীরগঞ্জ উপজেলার সকল ধরনের মানুষ।
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রবিবার (৯মার্চ) বিকাল ৩ টায় বীরগঞ্জ উপজেলার বিজয় চত্বর স্থানে ছাত্র ছাত্রি ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদী ছাত্র জনতা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বিজয় চত্বর। এরপর মিছিলটি বীরগঞ্জ শহর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । উক্ত প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা একসঙ্গে গর্জে ওঠে
“ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই!”
“আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই!”
“একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর!”
সমাবেশে সুমন ইসলাম বলেন, “আমরা দেশের নারীরা আজ নিরাপদ নই। প্রতিদিন টিউশনি শেষে নারীদের নানা রকমের হয়রানির শিকার হতে হয়। রিকশাওয়ালা পর্যন্ত নারীদের টিজ করে! আমরা এমন দেশ চাই না। আমরা চাই, ধর্ষকদের দূত চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”
শিক্ষার্থী হাবিবা আক্তার বলেন , “ধর্ষণ শুধু একটি মেয়ের শারীরিক ক্ষতি করে না, মানসিকভাবেও তাকে ধ্বংস করে দেয়। ধর্ষিতা নারীরা প্রতিটি দিন দুঃসহ যন্ত্রণায় কাটান। আমরা চাই, সরকার দ্রæত ধর্ষকদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করুক, নইলে জনগণ নিজেরাই শাস্তির দায়িত্ব নেবে!
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বলেন, “এই মুহূর্তে সবচেয়ে জরুরি আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করা। নারী যখন রাজপথে নেমে আসে, তখন সে একশত পুরুষের সমান ভূমিকা পালন করে। আমরা চাই, এই প্রতিবাদ যেন সবার কণ্ঠে ছড়িয়ে পড়ে, এবং ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।”
সমাবেশে বক্তারা সরকারকে সতর্ক করে বলেন, ধর্ষকদের দ্রæত দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের সাধারণ জনগণই নিজের হাতে বিচারের দায়িত্ব তুলে নেবে। শিক্ষার্থীরা অঙ্গীকার করেন, এই আন্দোলন শুধু বীরগঞ্জ সীমাবদ্ধ থাকবে না, বরং সারাদেশে ছড়িয়ে পড়বে!
উত্তরের কন্ঠ /এ,এস
আপনার মতামত লিখুন