কাহারোলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

দিনাজপুরের কাহারোলে উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়।
২৬ মার্চ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা হয়।
উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনগুলো বর্ণ্যাঢ্য র্যালি ও পুষ্প অর্পণ করেন।
সকাল ৯ টায় উপজেলা পরিষদ ঈদগাহ মাঠে কুজকাওয়াজ শেষে,উপজেলা প্রশাসন বনাম উপজেলা পরিষদ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে জাতীয় দিবসের কর্মসূচি গুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় ।
কর্মসূচির মনমুগ্ধকর সঞ্চালনার দায়িত্ব পালন করেন সমাজসেবা অফিসার মো. রাজুল ইসলাম ও কাহারোল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাহারোল উপজেলা (বিএনপির) সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশাহ, কাহারোল থানা অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ মো. রফিকুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, গণমাধ্যম কর্মী, ইন্সপেক্টর (তদন্ত) শ্যামল দাস,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, অভিভাবক বৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও সর্বস্তরের সুধীজন।
আপনার মতামত লিখুন