বীরগঞ্জে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে জরিমানা

” মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতা একটি প্রতিষ্ঠান ও লাইসেন্স বিহীন অবস্থায় মৎস্য খাদ্য বিক্রি করার অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগষ্ট-২০২৩) সন্ধ্যায় উপজেলা মৎস্য দপ্তর এর উদ্যোগে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগীতায় মৎস্য ও পশু খাদ্য আইন, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ভোগনগর ইউনিয়নের নন্দগাঁও বাজারে মোবাইল কোর্ট এর মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাজ কুমার বিশ্বাস।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়,থানা পুলিশের সদস্যবৃন্দ, নাজির , অফিস সহকারী ও লিফ উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজ কুমার বিশ্বাস বলেন, মোবাই কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করার অপরাধে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারা ও মৎস্য সংরক্ষণ বিধিমালার ১৯৮৫ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিধিমালা ভঙ্গের দায়ে মো.নুর মোহম্মদ কে ১ হাজার টাকা ও কবিরাজহাটে লাইসেন্স বিহীন অবস্থায় মৎস্য খাদ্য বিক্রি করার অপরাধে ২০১০ সালের মৎস্য সংরক্ষণ আইনের ৪ ধারায় সংশ্লিষ্ট মৎস্য খাদ্য বিক্রেতা সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
আপনার মতামত লিখুন