মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার ¯স্থিতিশীল রাখতে সরকার নির্ধারিত মূল্যে আলু,পেঁয়াজ ও ডিম বিক্রি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার ২৩ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার ইছাপুরা বাজার এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো:আব্দুস সালাম।এরপর দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া এলাকার ফাইভ স্টার কোল্ড স্টারেজে মনিটরিং করেন। এসময় তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার ¯স্থিতিশীল রাখতে সরকার পাইকারি বাজার আলু ২৬-২৭ প্রতি কেজি এবং দেশি পেঁয়াজ প্রতি কেজি ৫৩-৫৪ টাকা ও ডিম প্রতি পিছ ১০ টাকা ৫০ পয়সা দর নির্ধারণ করে দিয়েছে।
সেই দর (২৬-২৭ প্রতি কেজি) পাকা রশিদের মাধ্যমে হিমাগার থেকে আলু বিক্রি করতে হবে এবং খুচরা বাজারে ৩৫-৩৬ টাকায় বিক্রি করতে হবে।এছাড়া দেশি পেঁয়াজ আড়ৎ থেকে পাকা রশিদের মাধ্যমে কিনে এনে খুচরা বাজারে প্রতি কেজি ৬৪-৬৫ টাকা এবং প্রতি পিছ ডিম ১২ টাকা দরে বিক্রি করতে হবে।সরকারি আদশ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ইছাপুরা বাজারে অভিযান চালানো হয়েছে।এতে মূল্য তালিকা প্রদর্শন না করায় রুবেল ৫ হাজার,আল্লাহ ভরসা ২হাজার,নজরুল ৩হাজার ও লিটন স্টারকে ২হাজারসহ মাট ১২হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আমরা ফাইভ স্টার কোল্ড স্টারেজে মনিটরিং করেছি।এসময় হিমাগারের প্রতিনিধি ও ব্যবসায়ীদের সাথে সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করার পরামর্শ দিয়েছি। যদি সরকার নির্ধারিত দামে আলু বিক্রি না করে,তবে সাজা প্রদান করা হবে।আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আবু সাঈদ শুভ্র,উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক শাহালম মিয়া ও সিরাজদিখান থানার এসআই মিঠুন কুমার দাস।
আপনার মতামত লিখুন