প্রকাশ্যে পিস্তল তাক করে আ’লীগ নেতাকে হুমকি: ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ছাত্রলীগ নেতা রিপন হোসেন ফাহিম, প্রকাশ্যে পিস্তল বের করে আওয়ামী লীগ নেতাকে হুমকি দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা রিপন হোসেন ফাহিমের বিরুদ্ধে মামলা হয়েছে।
ফাহিম যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আর যাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তিনি হলেন একই থানার ৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান। বুধবার (২৭ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী থানায় তিনি মামলাটি করেন।
এর আগে ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকে প্রকাশ্যে অস্ত্র বের করে হত্যার হুমকি দেন ফাহিম। এমন একটি ভিডিও গণমাধ্যমে প্রচার হয়।
মামলার অভিযোগে ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা বলেন, ঘটনার দিন মোটরসাইকেলে করে ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে আসেন ফাহিম। সেখানে মোটরসাইকেল রেখে কমিউনিটি সেন্টারের ভেতরে আমার অফিস কক্ষে প্রবেশ করেন। এরপর আমাকে অকথ্য ভাষায় গালমন্দসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দেন। একপর্যায়ে আমার কাছে চাঁদা দাবি করেন।
ভুক্তভোগী আরও বলেন, এসময় চাঁদা দিতে অস্বীকার করলে আমার অফিসের টেবিলের ড্রয়ারে রাখা নগদ ৬০ হাজার টাকা নিয়ে যান ফাহিম। বাধা দিলে উত্তেজিত হয়ে আমার দিকে পিস্তল তাক করে গুলি করতে চান। আমি তার এমন আচরণে হতভম্ব হয়ে পড়ি।
জানতে চাইলে আওয়ামী লীগ নেতা এম এ মান্নান বলেন, ঘটনার পর থেকে আমি শঙ্কিত। আমার প্রাণের ভয় আছে, সে যে কোনো সময় ক্ষতি করতে পারে। বিভিন্ন লোকজনকে দিয়ে আমাকে হুমকির খবর পাঠাচ্ছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুল আলম বলেন, থানায় মামলা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ করছি আমরা। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইউকে/এনসিআর
আপনার মতামত লিখুন