সংবাদমাধ্যমের দাবি
বিশ্বকাপে ‘অবিশ্বাস্য’ অঙ্কের লাভ করবে ভারত

বিশ্বক্রিকেটের সবচেয়ে বড় বাজার ধরা হয় ভারতকে। সে দেশটিতেই এবার আসর বসেছে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের। ইতোমধ্যে উদ্বোধনী ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংলিশদের হারিয়ে গত আসরের রানার্স-আপ নিউজিল্যান্ড মধুর প্রতিশোধ নিয়েছে। পুরো টুর্নামেন্টটি হবে দেড় মাসজুড়ে। যেখানে টেলিভিশন, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, স্পন্সর ও বিজ্ঞাপন বাবদ ভারত বড় অঙ্কের অর্থ লাভ করবে। তেমনই একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটি বলছে, নিজেদের বিজ্ঞাপন প্রচারের উদ্দেশে এবারের বিশ্বকাপ ক্রিকেটে বৈশ্বিক ব্র্যান্ডগুলো দুই হাজার কোটি রুপির বেশি খরচ করবে। যা আগের বারের তুলনায় ৪০ শতাংশ বেশি।
ওই প্রতিবেদনে বলা হয়, শুধু ক্রিকেটকে কেন্দ্র করেই ভারতে ১৫০ কোটি ডলারের বিজ্ঞাপন–বাজার সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাপী ফুটবলের তুলনায় ক্রিকেটের অনুসারীর সংখ্যা কম হলেও ভারতে ব্যাপারটা ঠিক উল্টো। গবেষণা সংস্থা জেফারিসের বরাতে পত্রিকাটি জানিয়েছে, ভারতে খেলাধুলার পেছনে পৃষ্ঠপোষকদের ব্যয়ের ৮৫ শতাংশই ক্রিকেটের জন্য বরাদ্দ।
এর আগেও তিনবার বিশ্বকাপের আয়োজন করেছিল ভারত। ১৯৮৭ সালে প্রথমবারের মতো পাকিস্তানের সঙ্গে তারা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। ১৯৯৬ সালে যৌথ আয়োজনে ভারত–পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল শ্রীলঙ্কা। এরপর ২০১১ সালে ভারত তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে। রোহিত শর্মাদের দেশ এবারই প্রথম এককভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছে।
আপনার মতামত লিখুন