বাকৃবিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভর্তি সংক্রান্ত সকল নথিপত্র জমা নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক শাখা। মঙ্গলবার পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।
রেজিস্ট্রার স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, স্নাতক প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ওই তিন দিনের মধ্যে বাঁধন থেকে ব্লাড গ্রুপিং ও রিপোর্ট, হেলথ কেয়ার সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা ও মেডিকেল ফরমে স্বাক্ষর প্রদান, ভর্তি ফরমে স্বাক্ষর, প্রক্টর কার্যালয় থেকে হল যাচাই, হলে ভর্তি, রেজিস্ট্রার কার্যালয়ে মূল কাগজপত্র গ্রহণ, ট্রেজারারের কার্যালয়ে পে-স্লিপ প্রদান এবং পূবালী ব্যাংকে শিক্ষার্থীর একাউন্ট খোলার ফরম প্রদান এবং সঞ্চয়ী হিসাব খোলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া ভর্তির সময় শিক্ষার্থীকে প্রবেশপত্র, ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম, এসএসসি ও এইচএসসি এর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এইচএসসির মূল প্রশংসাপত্র এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্থাপিত অনুষদ ভিত্তিক বুথে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও আনুষাঙ্গিক ফি ৬হাজার ২১৪টাকা।
তবে প্রতিটি শিক্ষার্থীকে দশ হাজার টাকা অনলাইনে প্রদান করতে হবে। পরবর্তীতে অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টটিতে ফেরত দেওয়া হবে বলে জানা যায়।
উত্তরের কণ্ঠ/পিআর/মো রায়হান আবিদ
আপনার মতামত লিখুন