যারা গুজব ছড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিসি

বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন শারদীয় দূর্গা উৎসব চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটালে দ্রুত আইনী ব্যবস্থা নেওয়া হবে। সনাতন ধর্মের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা। তাদের এই উৎসব যেন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় সে জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে পূজা মন্ডপগুলোতে সিসি টিভির আওতায় আনা হবে।
যে সকল পূজা মন্ডপে সিসি টিভি ব্যবস্থা করতে পারবেনা প্রয়োজন হলে তাদের কে আর্থিক ভাবে সহযোগিতা করা হবে।
মঙ্গলবার বেলা ১২ টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত সামাজিক সস্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আসন্ন শারদীয় দূর্গাপূজা যাতে সনাতন ধর্মালম্বীরা শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারে সে জন্য ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
বাংলাদেশের বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহ রাখতে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধ আব্দুল বারী, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা ঈমাম কমিটির সভাপতি মাওঃ আলমগীর হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ণ কানু, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, সোহেল আক্তার মিঠু প্রমুখ।
এসময় উপজেলার ১২ ইউপির চেয়ারম্যান, ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমাবেশের পূর্বে প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নব-নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন। এরপর তিনি ভিক্ষুকদের পুনর্বাসন করার লক্ষ্যে তিনটি স্টল হস্তান্তর ও নারীদের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
আপনার মতামত লিখুন