চন্দনাইশ এলাকাবাসীর যৌথ উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশ রাউলিবাগে ১২ই রবিউল আউয়াল উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) মঙ্গলবার চন্দনাইশ উপজেলার ৫ নং বরমা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়াড রাউলিবাগে প্রতিবছরের ন্যায় এই বছরও পবিত্র মাহে রবিউল আউয়াল ও মুরুব্বিদের ইসালে সওয়াব উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাজীপাড়া তৈয়্যবীয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার সহ সুপার ও রাউলিবাগ বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবু ইউসুফ নুর আল কাদেরী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাউলিবাগ পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দীন আনসারী, আল আয়াত নওফেল আস সাদী উত্তর হারালা পূর্ব জোয়ারা মহিলা মাদ্রাসা জামে মসজিদের খতিব তরুণ উদীয়মান বক্তা মাওলানা মোঃকামরুদ্দিন নূরী, রাউলিবাগ পুরাতন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ হামিদ হোসাইন আল কাদেরী,বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ হোসাইন আল কাদেরী,মাহফিল আয়োজক কমিটির নেতৃবৃন্দ মোহাম্মদ বাবুল, মোহাম্মদ মোরশেদুল আলম,মাষ্টার মামুন, মোহাম্মদ আবু সহেল সাকিল, ইয়াছিন, জাহাঙ্গীর, প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন মানবতার মুক্তির মহান বাণী নিয়ে আসেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর জীবন আদর্শ ও চরিত্র অনুসরণ করা প্রত্যেক মুসলিমের কর্তব্য। মহানবী শিখিয়েছেন সামাজিক ন্যায়বিচার পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা। বিশ্বমানবতার পরম সুহৃদ সেই মহানবীর (সা.) সর্বোত্তম আদর্শকে অনুধাবন, অনুসরণ অনুকরণের মাধ্যমে আমরা আমাদের জীবনে প্রত্যাশিত শান্তি ও সফলতার বাতিঘর প্রজ্বলিত হবে। মাহফিলের আলোচনা শেষে দেশ ও প্রবাসীদের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
উত্তরের কণ্ঠ/পিআর/মোহাম্মদ ওমরফারুক
আপনার মতামত লিখুন