খুঁজুন
শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫, ২২শে চৈত্র, ১৪৩১

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় ৫০০ জনকে আসামি করে মামলা

জেলা প্রতিবেদক, প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ৩:৩২ পূর্বাহ্ণ
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় ৫০০ জনকে আসামি করে মামলা

কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় মামলা করা হয়েছে। রোববার (১৫ অক্টোবর) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক তাপস বকশী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ মনজুর মোরশেদ।

তিনি বলেন, ঐক্য পরিষদের মিছিলে হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নূর হোসেন ওরফে স্বপন (৪০) ও শিপন (৩৫) তারা যুবলীগের কর্মী এবং দুজনেই এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের সমর্থক বলে জানা গেছে।

ওসি বলেন, গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষ্যে আয়োজিত এক সভায় হিন্দু ধর্মাবলম্বীদেরকে মদমুক্ত পূজা উদযাপন করতে বলে হিন্দু ধর্মকে কটুক্তি করেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।

এ সময় পূজা চলাকালে মদ খেয়ে মণ্ডপে নাচানাচি না করে মাদকমুক্ত পূজা আয়োজনের আহ্বান জানিয়ে এমপি বাহার বলেন, ‘পূজা চলাকালে মদ খেয়ে নাচানাচি বন্ধ করতে হবে। সারারাত নাচানাচি করে সকালে ঘুমিয়ে থাকলে চলবে না। আসুন কুমিল্লা থেকেই শুরু হোক মাদকমুক্ত পূজা আয়োজন। মণ্ডপে লিখে দেবেন ‘মাদকমুক্ত পূজা’। মদমুক্ত পূজা করলে পূজার সংখ্যা কমবে, কুমিল্লায় এত মণ্ডপ হবে না।’

এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের এই হিন্দু ধর্মকে কটুক্তি করা বক্তব্যের প্রতিবাদ জানাতে যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ এবং জেলা পূজা উদযাপন পরিষদ শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। নগরীর কান্দিরপাড়, নজরুল অ্যাভিনিউ এলাকায় মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে আদিত্য দাস, সুনীল দাস ও তন্ময় দাস নামে যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের তিন নেতা আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের সমর্থকেরা এ হামলা চালান বলে অভিযোগ করা হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে।

 

 

ইউকে/এনসিআর

আমরা অতন্দ্র প্রহরীর মত আপনাদের পাশে থাকব, সনাতনীদের প্রতি ভিপি শহিদুল ইসলাম বাবলু

মোঃ নজরুল ইসলাম জাকি
প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ণ
আমরা অতন্দ্র প্রহরীর মত আপনাদের পাশে থাকব, সনাতনীদের প্রতি ভিপি শহিদুল ইসলাম বাবলু

বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের তিরাইল গ্রামে ১৬ প্রহর ব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। লীলা কীর্তন অনুষ্ঠান গত ০১ এপ্রিল থেকে শুরু হয়েছে।

শুক্রবার (০৪ এপ্রিল) রাত ৮ ঘটিকায় উপজেলার তিরাইল গ্রামে মৃত হরিপদ সরকারের বাড়িতে শ্রী বাবলু সরকারের সভাপতিত্বে এক লীলাকীর্তন যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু।

প্রধান অতিথির বক্তৃতায় ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, গত বছর ০৫আগষ্টের  দিন থেকে কয়েকদিন পর্যন্ত আমরা হিন্দু সম্প্রদায়ের লোকজনদের পাহারা দিয়েছি। আপনাদের সাথে নিয়ে নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত করব। হিন্দু মুসলমান সংখ্যালঘু আর সংখ্যাগুরু না আমরা সবাই বাংলাদেশী। আমি কথা দিচ্ছি আপনাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা অদন্দ্র প্রহরীর মত আপনাদের পাশে থাকব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম মোস্তফা, শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাহাবুবার রহমান, এস এম আব্দুর রশিদ মুকুল, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব আলী রাঙ্গা, শেরপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম জাকি, ভবানীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন, শেরপুর উপজেলা বিএনপির সহ- যুব বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ সরকার, নির্বাহি সদস্য খলিলুর রহমান, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ শামীম আহম্মেদ, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ, রুবেল মির্জা, সাগর, শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন, ছাত্রদলের ইমন, মামুন সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেরপুরে মিনি জাফলং নামে পরিচিত বাঙ্গালী নদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ নজরুল ইসলাম জাকি
প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ণ
শেরপুরে মিনি জাফলং নামে পরিচিত বাঙ্গালী নদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরের মিনি  জাফলং নামে পরিচিত বাঙ্গালী নদীতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৪ এপ্রিল) সকাল ৬:০০ ঘটিকার সময় সুত্রাপুর বেলগাছি নদীতে মিনি জাফলং নামে পরিচিত নদীতে সাদাত (১০) নামের একজন শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির গ্রামের বাড়ি শেরপুরের ঝাঝড় বিলচাপড়ী গ্রামে। শিশুটি নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গেলে পা পিছলে নদীর গহীনে গেলে স্থানীয়রা উদ্ধার শেষে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শিশুটির পরিচয় : শিশুটি ঝাঝড় বিলচাপড়ী গ্রামের মোঃ ইকবাল হোসেন এর ছেলে । শিশুটির পিতা শেরপুর পল্লী উন্নয়ন একাডেমীর শিক্ষক এবং শিশুটির মা রিতা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সুত্রাপুর মোঃ মোকলেছার রহমান তার নানা।

এমন হৃদয় বিদারক ঘটনা যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে সতর্ক থাকার জন্য দাবী জানিয়েছে স্থানীয়রা।

শেরপুরে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম জাকি
প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১২:২৯ অপরাহ্ণ
শেরপুরে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ গ্রামে এক মাদকবিরোধী আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ এপ্রিল) রাত ৮ ঘটিকার সময় উপজেলার বড়াইদহ গ্রামে একতা বন্ধন সমবায় সমিতির উদ্যোগে এক মাদকবিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভবানীপুর ইউনিয়ন বিএনিপির সভাপতি মির্জা আব্দুল বারী এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আব্দুর রশিদ মুকুল। উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ গোলাম মোস্তফা আলমগীরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম মোস্তফা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হামিদুল হক বেলাল, সাবেক চেয়ারম্যান আফতাব হোসেন তালুকদার, প্রভাষক আব্দুল মালেক, ইয়াকুব আলী রাঙ্গা, নজরুল ইসলাম জাকি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বেল্লাল হোসেন, ইদ্রিস আলী, আমির হোসেন, আব্দুস সোবাহান, আবু হানিফ শেখ, গোলাম ফারুক অভি. বদিউজ্জামান বকুল, মোকলেছার রহমান, ভবানীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু তাহের,আব্দুল হামিদ, রুবেল মির্জা, সাগর আহম্মেদ, সুমন, মনির, ছাত্রদলের মারুফ খান, ইমন, মামুন, শ্রমিক দলের আলমগীর সহ প্রমূখ নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দেশের সুনামধন্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

"> ">
আমরা অতন্দ্র প্রহরীর মত আপনাদের পাশে থাকব, সনাতনীদের প্রতি ভিপি শহিদুল ইসলাম বাবলু শেরপুরে মিনি জাফলং নামে পরিচিত বাঙ্গালী নদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত শাকিবের ‘বরবাদের’ প্রশংসায় পঞ্চমুখ বুবলী বছর জুড়ে রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধি ধরে রাখার উপায় নিয়োগ দিচ্ছে আল ফাতাহ পাবলিকেশন্স, কর্মস্থল ঢাকায় লি‌বিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার বাড়ি যেতে চাইলাম— ছেলে বলল সম্ভব হবে না মা, ওখানেই থাকো কর্মসংস্থান অধিদপ্তর হবে ১১০০ জনবলের, লাগবে আরও কয়েক মাস প্রধান উপদেষ্টার চীন সফর, বাংলাদেশ যা পাবে চট্টগ্রামের লোহাগাড়ার একই এলাকায় ফের দুর্ঘটনা, নিহত ৮ বীরগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন বীরগঞ্জে মরিচা ইউনিয়ন শ্রমিকদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল বীরগঞ্জে যানজট নিরসনসহ যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী বীরগঞ্জে আইবিডব্লিউএফ এর আলোচনা সভা ও ইফতার মাহফিল বীরগঞ্জে হাজারো নারী-পুরুষের ঢল বারুণী স্নানে বীরগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে মা-মেয়ের মৃত্যু বীরগঞ্জে শেষ মুহুর্তে কেনাকাটার ভিড় বাড়ছে ফুটপাতে কাহারোলে সড়ক দূর্ঘটনায় ট্রাফিক পুলিশের টিএসআই নিহত কাহারোলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন ঈদকে সামনে রেখে বেড়েছে মানুষের চলাচল, তীব্র যানজটে অতিষ্ঠ বীরগঞ্জবাসী চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে সাংবাদিকতার দর্শন ও লেখক হিসেবে ভূমিকা বীরগঞ্জে পলাশবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের দোয়া ও ইফতার মাহফিল কাহারোলে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার ও অপসারণের দাবিেতে রাস্তা অবরোধ বীরগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক গ্রেফতার শেরপুরে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষনের চেষ্টা বীরগঞ্জে ভিজিএফের চাল নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু বীরগঞ্জে অবৈধ ডাম্প ট্রাক বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন