কলারোয়া তে ৭ ম কে,পি,পি,এ টূর্ণামেন্ট অনুষ্ঠিত

কলারোয়া ফারিয়া’র আয়োজনে কে,পি,পি এল ক্রিকেট টূর্ণামেন্ট অনুষ্ঠিত।
১ম সেমি ফাইনালে মুখোমুখি হয় ইলেভেন স্টার বনাম ফেন্ডস ক্লাব। টসে জয়লাভ করে ইলেভেনের অধিনায়ক শাহিন ফিল্ডিং নেন। ফলে ফ্রেন্ডস ক্লাব নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রায়হান ২৮ ও পিটার ২১ রান সংগ্রহ করেন। জবাবে ইলেভেন স্টার মাত্র ৯.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১০৪ রান সংগ্রহ করে ফাইনালে উত্তীর্ণ হয়। দলের পক্ষে আমিনুল ৩১ ও মুনীর১৫ রান করেন। ২য় সেমিফাইনালে কলারোয়া লাইনস্ ক্লাব বনাম টাইগারস অব কলারোয়া। প্রথমে ব্যাট করে কলারোয়া লাওনস্ ক্লাব নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে হান্নান ৩১ ও পিটার ২১ রান করেন। জবাবে ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান করে ফাইনালে উত্তীর্ণ হয়। দলের পক্ষে আমিনুল ৩৩, গৌরাঙ্গ ১৪, ও শরীফ ৩১ রান করেন। ফলে ফাইনালে মুখোমুখি হয় টাইগার্স অব কলারোয়া বনাম ইলেভেন স্টারস্। টসে জয়লাভ করে ফিল্ডিং বেছে নেন টাইগার্স অব কলারোয়ার অধিনায়ক আমিনুল এবং ইলেভেন স্টারসের অধিনায়ক শাহিন কে ব্যাটিং এর আমন্ত্রণ জানান। নির্ধারিত ওভারে ইলেভেন স্টারস্ ৪ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে উসমান ৩৬, রেজা ২৪ রান করেন। ১৩৯ রানের লক্ষে খেলতে নেমে টাইগার্স অব কলারোয়া ১১৮ রান সংগ্রহ করে। ফলে ২০ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে ইলেভেন স্টার্স এবং রানার আপ হওয়ার গৌরব অর্জন করে টাইগার্স অব কলারোয়া। ম্যান অব দ্যা টূর্ণামেন্ট, সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন হামদার্দ লিং প্রতিনিধি মোঃ শরীফ। খেলা গুলি উপভোগ করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা, সাতক্ষীরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের।
উত্তরের কন্ঠ / এ, এস
আপনার মতামত লিখুন