বীরগঞ্জে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

বীরগঞ্জে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
দিনাজপুরের বীরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ জন পলাতক আসামি গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১১ নভেম্বর ) রাতে বীরগঞ্জ থানা পুলিশ পৃথক কয়েকটি টিম গঠন করে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জিআর ও সিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত ৪ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমানের দিক নির্দেশনায় ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেফতার অভিযানে পৃথক টীমে নেতৃত্ব দেন থানার এস আই শাহজাহান সিরাজ,এসআই তানভীর, এএসআই মোহাম্মদ আলী, এএসআই সিরাজুল, এএসআই সারোয়ার জাহান,এর নেতৃত্বে এই অভিযান পরিচলনা করেন আসামিরা হলো ভাবকি এলাকার মৃত এমাজ উদ্দিনের ছেলে ওয়ারেন্ট আসামী মোঃশাহীন ইসলাম,আরাজি মিলনপুর এলাকার মৃত ফরিদ আলী ছেলে ওয়ারেন্ট আসামি তহিদুল ইসলাম, মৃত আব্দুল সাত্তারের ছেলে ওয়ারেন্ট আসামি সাইফুল ইসলাম, মৃত কলিমউদ্দিনের ছেলে ওয়ারেন্ট আসামি আশাব আলী ।
পরে ওই ৪ জন আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এব্যাপরে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান বলেন, বীরগঞ্জ থানায় ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে থানা পুলিশের পৃথক কয়েকটি টি টিম ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের টিমের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৪ জন আসামি গ্রেফতার করা হয়। পুলিশের যথাযথ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উত্তরের কন্ঠ /এ,এস
আপনার মতামত লিখুন