সারিয়াকান্দিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে ইউএনও সহায়তা

সারিয়াকান্দিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে ইউএনও সহায়তা
বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়নের অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু ও বাড়ি ঘড় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।
সারিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমান সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারকে এ সহায়তা প্রদান করেন। জানাযায়, উপজেলার ফুলবাড়ি ইউপির ফুলবাড়ি নয়াপাড়া গ্রামে বাদশা মিয়ার বসবাস ও রান্নার জন্য একটি মাত্র ঘড় ছিলো। সম্প্রতি ৩ দিনের লাগাতার বৃষ্টিপাতের দরুন ঘড়ে রান্নাবান্না শেষে অসর্তকতা কারনে চুলা থেকে ঘড়টিতে আগুন ধরে যায়।
এ সময় বাদশা মিয়ার কন্যা সন্তান সুমি আক্তার (৯) অগ্নিদগ্ধ অবস্হায় চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু বরন করেন। ঘটনাটি সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের নজরে আসলে তিনি বাদশা মিয়াকে ডেকে এনে ৩ বান্ডিল ঢেউ টিন ৯ হাজার টাকার চেক ও দুই বস্তা খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেন। বাদশা মিয়া সহায়তা পাওয়ার পর আবেগ আপ্লুত হয়ে বলেন, এরকম সরকারী কর্মকর্তা আগে কখনও দেখিনি তাকে যেন আল্লাহ দীর্ঘজীবি করেন।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান বলেন, অগ্নিকাণ্ড একটি দূর্যোগ। একটি মাত্র বসবাসের ঘর পুড়ে যাওয়ায় নগদ অর্থ, নির্মান সামগ্রী ও খাবার দিয়ে সহযোগীতা করা হয়েছে। অসহায় ব্যক্তিদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতার ব্যবস্থা থাকবে।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি( সবুজ কুমার বসাক, কৃষি অফিসার আব্দুল হালিম উপস্তিত ছিলেন।
উত্তরের কন্ঠ /এ,এস
আপনার মতামত লিখুন