শনির আখড়ায় বাসে আগুন

শনির আখড়ায় বাসে আগুন
রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আবু তালহা জসিম। তিনি জানান, শনির আখড়া চৌরাস্তা ব্রিজের ওপর মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পাওয়ার পর পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাকে বিএনপি। কিন্তু সমাবেশ শুরুর দেড় ঘণ্টার মধ্যে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক পুলিশসহ বিএনপির অনেক নেতাকর্মী।
সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে পল্টন ও শাজাহানপুর থানায় মামলা হয়। এসব মামলায় দলটির সিনিয়র নেতাসহ অনেক নেতাকর্মীকে আসামি করা হয়। ইতোমধ্যে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আলালসহ কয়েকজন শীর্ষ নেতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, দলের মহাসচিবসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে বিএনপি। এরপর চার দফা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয় দলটির পক্ষ থেকে। এসব কর্মসূচি ঘিরে অনেক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঢাকা ছাড়াও সারাদেশের বিভিন্ন স্থানে আগুনে অনেক যান পুড়িয়ে দেওয়া হয়।
উত্তরের কন্ঠ /এ,এস
আপনার মতামত লিখুন