কী চমক থাকছে নৌকার মনোনয়নে!

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রায় সাড়ে তিন হাজার প্রার্থী থেকে বাছাই করে ৩০০ জনের নাম চূড়ান্ত করেছে দলটি। আগামীকাল রোববার (২৬ নভেম্বর) বিকেলে প্রকাশ হতে পারে ক্ষমতাসীন দলের প্রার্থী তালিকা। সেই তালিকায় কাদের নাম থাকবে, কারা বাদ পড়বেন- সে আলোচনা এখন চলছে সবখানে।
এবার প্রার্থী বাছাই করতে আওয়ামী লীগ বেশ সতর্ক ছিল। দলটি কয়েক দফা মাঠ পর্যায়ে জরিপ চালিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করে। দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা চলে টানা কয়েক দিন। সেখানে প্রত্যেক প্রার্থীর ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ করা হয়। কাকে দিলে ব্যক্তিগত ইমেজ ও ক্যারিশমায় বিজয়ী হয়ে আসতে পারবেন তাদের শীর্ষে স্থান দেওয়া হয়েছে। দলের প্রতি আনুগত্যে ঘাটতি, নিষ্ক্রিয়তা কিংবা বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে অনেকেই বাদ পড়ছেন পুরনোদের মধ্য থেকে।
দলীয় সূত্রে জানা গেছে, এবার আওয়ামী লীগের প্রার্থী তালিকায় কিছুটা চমক থাকবে। নতুন কিছু জনপ্রিয় মুখ বেছে নেবে ক্ষমতাসীন দল। রাজনীতির বাইরে থেকে তারকা, খেলোয়াড় ও আমলাদেরও প্রার্থী করতে পারে আওয়ামী লীগ। দলের ক্লিন ইমেজ নেতারা মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন বলে জানা গেছে।
এবার নৌকার মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন তিন হাজার ৩৬২ জন। তাদের সবাইকে আগামীকাল রোববার সকালে গণভবনে ডেকেছেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে আওয়ামী লীগের প্রার্থী তালিকা।
এবার নৌকার মনোনয়ন প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। শেষ পর্যন্ত মাগুরা-১ আসন থেকে তিনি মনোনয়ন পাচ্ছেন বলে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে।
নৌকার মনোনয়ন প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদও। তিনি ঢাকা-১০ আসনে মনোনয়ন পাচ্ছেন বলে মোটামুটি নিশ্চিত করেছে সূত্র।
ঢাকার আসনগুলোর মধ্যে কিছু চমক থাকছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে ঢাকা-৬ আসনে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানককে ঢাকা-১৩ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে ঢাকা-৮ আসনে মনোনয়ন দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহ ই আলম ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ এবার মনোনয়ন তালিকা থেকে বাদ পড়ছেন বলে সূত্রে জানা গেছে। বরিশাল-২ আসনে সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনূস এবং বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ মনোনয়ন পাচ্ছেন বলে আভাস পাওয়া গেছে।
ঢাকা-৭ আসনে বর্তমান সংসদ সদস্য হাজী সেলিম বাদ পড়ছেন এটা মোটামুটি নিশ্চিত। ছেলে সুলাইমান সেলিম অথবা ইরফান সেলিমের হাতে নৌকা উঠছে বলে সূত্রে জানা গেছে।
বর্তমান সংসদ সদস্য নাসির উদ্দিনকে বাদ দিয়ে যশোর-২ আসনে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তৌহিদুজ্জামান তুহিন। তৌহিদুজ্জামান একজন চিকিৎসক এবং আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জামাতা।
ঢাকার ২০টি আসনে কারা হচ্ছেন নৌকার মাঝি সে সম্পর্কে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর মধ্যে ঢাকা-১ আসনে সালমান এফ রহমানই থাকছেন। ঢাকা-২ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবারও নৌকা পেতে যাচ্ছেন। ঢাকা-৩ আসনে বর্তমান সংসদ সদস্য ও বিদ্যু প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুই থাকছেন। ঢাকা-৪ আসনটি এবারও জাতীয় পার্টিকে ছেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখছেন দলীয় নেতাকর্মীরা। ঢাকা-৫ আসনে কাজী মনিরুল ইসলাম মনু এবারও নৌকা পাচ্ছেন। চমক থাকছে ঢাকা-৬ আসনে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন এখানে নৌকার মাঝি হচ্ছেন। ঢাকা-৭ আসন থাকছে হাজী সেলিম পরিবারে।
ঢাকা-৮ আসনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-৯ আসনে সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌস, ঢাকা-১১ আসনে সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ বা তার ছেলে, ঢাকা-১২ আসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৩ আসনে জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ আসনে আগা খান মিন্টু, ঢাকা-১৫ আসনে কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ আসনে ইলিয়াস উদ্দিন মোল্লা,ঢাকা-১৭ আসনে মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা-১৮ আসনে হাবিব হাসান, ঢাকা-১৯ আসনে ডা. এনামুর রহমান এবং ঢাকা-২০ আসনে বেনজির আহমেদের হাতে উঠছে নৌকা।
আপনার মতামত লিখুন