খুঁজুন
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র, ১৪৩১

কী চমক থাকছে নৌকার মনোনয়নে!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ণ
কী চমক থাকছে নৌকার মনোনয়নে!

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রায় সাড়ে তিন হাজার প্রার্থী থেকে বাছাই করে ৩০০ জনের নাম চূড়ান্ত করেছে দলটি। আগামীকাল রোববার (২৬ নভেম্বর) বিকেলে প্রকাশ হতে পারে ক্ষমতাসীন দলের প্রার্থী তালিকা। সেই তালিকায় কাদের নাম থাকবে, কারা বাদ পড়বেন- সে আলোচনা এখন চলছে সবখানে।

এবার প্রার্থী বাছাই করতে আওয়ামী লীগ বেশ সতর্ক ছিল। দলটি কয়েক দফা মাঠ পর্যায়ে জরিপ চালিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করে। দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা চলে টানা কয়েক দিন। সেখানে প্রত্যেক প্রার্থীর ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ করা হয়। কাকে দিলে ব্যক্তিগত ইমেজ ও ক্যারিশমায় বিজয়ী হয়ে আসতে পারবেন তাদের শীর্ষে স্থান দেওয়া হয়েছে। দলের প্রতি আনুগত্যে ঘাটতি, নিষ্ক্রিয়তা কিংবা বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে অনেকেই বাদ পড়ছেন পুরনোদের মধ্য থেকে।

দলীয় সূত্রে জানা গেছে, এবার আওয়ামী লীগের প্রার্থী তালিকায় কিছুটা চমক থাকবে। নতুন কিছু জনপ্রিয় মুখ বেছে নেবে ক্ষমতাসীন দল। রাজনীতির বাইরে থেকে তারকা, খেলোয়াড় ও আমলাদেরও প্রার্থী করতে পারে আওয়ামী লীগ। দলের ক্লিন ইমেজ নেতারা মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন বলে জানা গেছে।

এবার নৌকার মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন তিন হাজার ৩৬২ জন। তাদের সবাইকে আগামীকাল রোববার সকালে গণভবনে ডেকেছেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে আওয়ামী লীগের প্রার্থী তালিকা।

এবার নৌকার মনোনয়ন প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। শেষ পর্যন্ত মাগুরা-১ আসন থেকে তিনি মনোনয়ন পাচ্ছেন বলে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে।

নৌকার মনোনয়ন প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদও। তিনি ঢাকা-১০ আসনে মনোনয়ন পাচ্ছেন বলে মোটামুটি নিশ্চিত করেছে সূত্র।

ঢাকার আসনগুলোর মধ্যে কিছু চমক থাকছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে ঢাকা-৬ আসনে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানককে ঢাকা-১৩ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে ঢাকা-৮ আসনে মনোনয়ন দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহ ই আলম ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ এবার মনোনয়ন তালিকা থেকে বাদ পড়ছেন বলে সূত্রে জানা গেছে। বরিশাল-২ আসনে সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনূস এবং বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ মনোনয়ন পাচ্ছেন বলে আভাস পাওয়া গেছে।

ঢাকা-৭ আসনে বর্তমান সংসদ সদস্য হাজী সেলিম বাদ পড়ছেন এটা মোটামুটি নিশ্চিত। ছেলে সুলাইমান সেলিম অথবা ইরফান সেলিমের হাতে নৌকা উঠছে বলে সূত্রে জানা গেছে।

বর্তমান সংসদ সদস্য নাসির উদ্দিনকে বাদ দিয়ে যশোর-২ আসনে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তৌহিদুজ্জামান তুহিন। তৌহিদুজ্জামান একজন চিকিৎসক এবং আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জামাতা।

ঢাকার ২০টি আসনে কারা হচ্ছেন নৌকার মাঝি সে সম্পর্কে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর মধ্যে ঢাকা-১ আসনে সালমান এফ রহমানই থাকছেন। ঢাকা-২ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবারও নৌকা পেতে যাচ্ছেন। ঢাকা-৩ আসনে বর্তমান সংসদ সদস্য ও বিদ্যু প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুই থাকছেন। ঢাকা-৪ আসনটি এবারও জাতীয় পার্টিকে ছেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখছেন দলীয় নেতাকর্মীরা। ঢাকা-৫ আসনে কাজী মনিরুল ইসলাম মনু এবারও নৌকা পাচ্ছেন। চমক থাকছে ঢাকা-৬ আসনে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন এখানে নৌকার মাঝি হচ্ছেন। ঢাকা-৭ আসন থাকছে হাজী সেলিম পরিবারে।

ঢাকা-৮ আসনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-৯ আসনে সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌস, ঢাকা-১১ আসনে সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ বা তার ছেলে, ঢাকা-১২ আসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৩ আসনে জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ আসনে আগা খান মিন্টু, ঢাকা-১৫ আসনে কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ আসনে ইলিয়াস উদ্দিন মোল্লা,ঢাকা-১৭ আসনে মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা-১৮ আসনে হাবিব হাসান, ঢাকা-১৯ আসনে ডা. এনামুর রহমান এবং ঢাকা-২০ আসনে বেনজির আহমেদের হাতে উঠছে নৌকা।

খানসামায় বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে আহত চবি শিক্ষার্থীর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:০২ অপরাহ্ণ
খানসামায় বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে আহত চবি শিক্ষার্থীর মৃত্যু

জানা গেল ঈদে মিলাদুন্নবীর তারিখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২১ পূর্বাহ্ণ
জানা গেল ঈদে মিলাদুন্নবীর তারিখ
আজ ১৪৪৬ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ৫ সেপ্টেম্বর থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। সে হিসেবে আগামী ১৬ সেপ্টেম্বর সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

১৪৪৬ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ সফর ১৪৪৬ হিজরি, ২০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
আগামীকাল ২১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. বৃহস্পতিবার থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। পরিপ্রেক্ষিতে, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দিন, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আ. রহমান খানসহ আরও অনেকে।

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ণ
আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’
সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে বিভিন্ন সহিংসতায় নিহতদের স্মরণে এবং আওয়ামী লীগ সরকারের পতনের এক মাসপূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হবে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের পক্ষ থেকে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শুরু হবে এ কর্মসূচি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম জানান, রাজু ভাস্কর্য থেকে শুরু করে নিউমার্কেট, মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার ও শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে তাদের ‘শহীদি মার্চ’।
এরপর আগামীকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে সারা দেশে বিভাগীয় ও জেলা শহরে সফর কর্মসূচি শুরু করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে।
সারজিস আলম বলেন, আমরা মনে করি, যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে তাদের স্মরণ করার সময় এটি। এজন্য আমরা আগামীকাল শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষ্যে সারা দেশে শহীদি মার্চ করব। আমরা চাই, আগামীকালও সারা দেশে ছাত্র-জনতার গণজোয়ার নামবে।
তিনি বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি। এখনো আমাদের ভাইয়েরা শরীরে ক্ষতচিহ্ন নিয়ে কাতরাচ্ছে। গণমাধ্যমের কাছে অনুরোধ, কীভাবে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে তার ডকুমেন্টেশন করতে হবে। অনেকে আমাদের বিজয় মিছিল করতে বলছে। কিন্তু যতদিন না নতুন বাংলাদেশ নির্মিত হচ্ছে, যতদিন না মানুষ তার অধিকার ফিরে পাচ্ছে, ততদিন বিজয় মিছিল করা সম্ভব নয়।
গতকালের সংবাদ সম্মেলনে আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, যারা হত্যার সঙ্গে জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি টিম গঠন করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী পুনর্গঠিত হবে। তাদের উদ্দেশ্য হবে চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধ।
"> ">
খানসামায় বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে আহত চবি শিক্ষার্থীর মৃত্যু জানা গেল ঈদে মিলাদুন্নবীর তারিখ আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ হুন্দাই সিএনজি-চালিত প্রাইভেটকার আনল ঐতিহাসিক সিরিজ জয়ে স্থানীয় কোচদের সঙ্গে যাদেরর কৃতিত্ব দিচ্ছেন তামিম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহতদের ৫ অনুরোধ ২ হাজারের বেশি অস্ত্র ও ৩ লাখের বেশি গোলাবারুদ উদ্ধারে অভিযান শুরু গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে তারেক জিয়ার ১৭তম কারামুক্তি দিবস পালিত বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে যা বললেন তামিম আমিরাতের প্রেসিডেন্টের প্রতি ড. ইউনূসের কৃতজ্ঞতা জাতির কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু পাকিস্তানকে বাংলাওয়াশের পর যা বললেন শান্ত পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে সুখবর পেল বাংলাদেশ  বীরগঞ্জে জাল নোটসহ ডলার প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত শিগগির: স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কারাগারে গাইবান্ধায় গ্রেফতার সঞ্জয় পাল সাবেক সাংসদ হাজী সেলিম গ্রেফতার নজর কেড়েছিলেন মডেলিং দিয়ে, এখন অনেকের রোল মডেল  সিঙ্গাপুরে মির্জা ফখরুলকে ফুলেল শুভেচ্ছা নেতাকর্মীদের দেশে আরেক দফা বন্যার শঙ্কা সক্রিয় মৌসুমি বায়ু, সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস বীরগঞ্জে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প বীরগঞ্জে ৪র্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রী’র মৃতদেহ উদ্ধার  শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বীরগঞ্জে মাদকবিরোধী ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সচেতনতামূল সমাবেশ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কাকুরার আব্দুল আলীম জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ঘরে আগুন দেওয়ার অভিযোগ