দিনাজপুরে মধ্যরাতে ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

দিনাজপুরের কাহারোল উপজেলায় ধানবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে ট্রাকের ইঞ্জিন, ব্যাটারি,বেশ কিছু যন্ত্রপাতি সহ বেশ কিছু ধানের বস্তা।
শনিবার দিবাগত রাত সাড়ে বারোটা দিকে উপজেলার পঞ্চগড় -ঢাকা মহা সড়কের রামপুর বাজার থেকে ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে।
এর আগে রোববার (২৬ নভেম্বর) দিনগত রাত ২টার সময় কাহারোল-বীরগঞ্জ সড়কের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে
ট্রাকচালকের সহকারী মফিজুল ইসলাম (৩৪) বলেন, পঞ্চগড়ের বোদা পাঁচপীর এলাকা থেকে তাঁরা ট্রাকে ধান তোলেন দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে ।
সড়কের মাঝে দুই – তিনটি মোটরসাইকেলে করে ছয়-সাত জন লোক তাঁদের গাড়ি থামাতে বলেন। দুর্বৃত্তরা প্রথমে গাড়ির গ্লাসে ইট ছোড়ে। পরে চালক আনিসুর ইসলাম (৩৫) গাড়ি থেকে নামলে তাঁকে ধাক্কাধাক্কি করতে থাকে। এ সময় গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রাকের ইঞ্জিন, ব্যাটারি ওবেশ কিছু যন্ত্রপাতি সহ ট্রাকে থাকা বেশ কিছু ধানের বস্তা পুড়ে গেছে।
ট্রাক চালক আনিসুর ইসলাম বলেন, মোট ছয়- সাত জন দুর্বৃত্ত ছিল। প্রত্যেকের মাথায় হেলমেট ছিল । তাঁকেও ট্রাকে জ্বলতে থাকা আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা।
খবর পেয়ে ঘটনা স্থানে ওই এলাকার বিড অফিসার এস/আই ওহাব এর নেতৃত্বে তার সঙ্গীও ফোর্স সহ সংবাদকর্মী স্থানীয়রা একত্রিতে বালু নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়। ঘটনা স্থান থেকে বীরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার কিন্তু এলাকাবাসী ফোন দিলেও ৪৫ মিনিট পর কাহারোলের ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রাক চালক ও তার সহকারী চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার কথা শুনে তাৎক্ষণিকভাবে ছুটে যায় পার্শ্ববর্তী থানার বীরগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল জনাব মোঃ খোদাদাদ হোসেন সুমন সহ বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো:মোজিবুর রহমান ও বীরগঞ্জ থানা পুলিশের একটি টিম।
এ বিষয়ে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক ইসলাম বলেন, ‘ট্রাকে আগুন দেওয়ার কথা শুনে ঘটনাস্থলে পরিদর্শনে যাই । পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে।
উত্তরের কন্ঠ/ এ,এস/তানভীর আহাম্মেদ
আপনার মতামত লিখুন