অসহায় স্বামীহারা খাদিজার পাশে প্রচেষ্টা ব্লাড ব্যাংক

প্রচেষ্টার অঙ্গীকার রক্তের অভাবে মারা যাবে না কেউ আর স্লোগান কে ধারণ করে মানব সেবায় কাজ করে আসছে এই সংগঠনটি।
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকুন্দপুরের স্বামীহারা, বিভিন্ন দিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত অসহায় খাদিজা।
জীবনের মাত্র ৩২ বছর বয়সেই হারিয়েছে স্বামীকে, আপনজন বলতে আছে দুইজন ছেলে তার মধ্যে একজন প্রতিবন্ধী ,
আরেকজন এখনো রোজগার করার মত অবস্থানে আসেনি। অনেকদিন ধরেই কষ্টে অতিবাহিত হয়ে আসতেছিল তার জীবন।
মুকুন্দের চেয়ারম্যান বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এর মধ্যেই অসহায় সেই খাদিজা আবারও আক্রান্ত হয়ে যায় কিডনি পাথরে। চিকিৎসার জন্য তার অনেক অর্থের প্রয়োজন।
অসহায় খাদিজার বড় বোন প্রচেষ্টা ব্লাড ব্যাংক ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক লাদেন ইসলামকে বিষয়টি অবগত করলে লাদেন ইসলাম প্রচেষ্টা ব্লাড ব্যাংক পরিবার ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি হৃদয় ইসলাম এর সাথে বিষয়টি নিয়ে কথা বলেন এবং ঠাকুরগাঁও জেলা শাখার দায়িত্বশীল কমিটি সকলে মিলে তাদের সার্ধ মতো কিছু নগদ অর্থ দিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ান।
প্রচেষ্টা ব্লাড ব্যাংক পরিবার ঠাকুরগাঁও জেলা শাখা এমন মহতি উদ্যোগ এর পূর্ব ও কয়েকবার গ্রহণ করেছিলেন, এ সময়ে উপস্থিত ছিলেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক লাদেন ইসলাম, জেলা ঠাকুরগাঁও জেলা সিনিয়র সহ সভাপতি পারভেজ ইসলাম, সহ-সভাপতি মুসারুল ইসলাম সহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
উত্তরের কণ্ঠ/পিআর
আপনার মতামত লিখুন