বীরগঞ্জে শিশু অপহরণকারী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জে চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী মিথিলা রানী (ছন্দ নাম) (১২) ঘটনার অপহরণকারীকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
রবিবার (১৪ জানুয়ারি) ২০২৪ইং অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অপহৃত ৪র্থ শ্রেণীর ছাত্রী মিথিলা রানী (ছন্দ নাম) (১২) সতিশ রায় ও সারদা দেবনাথ দম্পতির ২য় সন্তান। তারা বীরগঞ্জ পৌর শহরের ৭নং ওয়ার্ডের হরিবাসর পাড়ার বাসিন্দা। গ্রেফতারকৃত বৃথী ঘোষ (ছন্দ নাম) (১৭) বীরগঞ্জ উপজেলার পৌর শহরের ৭নং ওয়ার্ডে হরিবাসর পাড়ার পত্রিকার হকার বিকাশ ঘোষ (কথিত সাংবাদিক) এর মেয়ে।
শিশুর বাবা সতিশ রায় জানান, ‘ আমার মেয়ে অপহরণের ঘটনায় বিকাশ ঘোষ ও তার স্ত্রী এবং তার মেয়ে বৃথী ঘোষ (ছন্দ নাম) জড়িত আছে “আমি আমার মেয়ে কে ফিরিয়ে পাইছি, মুই প্রশাসনের কাছে বিচার চাইছু, ন্যায্য বিচার চাহো’।
উল্লেখ্য, প্রায় দুই মাস পর নিখোঁজ থাকা ছাত্রী মিথিলা রানী (ছন্দ নাম) উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ঘটনার সাথে আরও জড়িত রয়েছে। তাকে ২০০০ সালের নারী ও শিশু আইনে ৭/৩০ ধারা মামলায় গ্রেফতার করা হয়েছে।
মামলা নং ১ (১২)২৩ মামলার তদন্তকারী অফিসার এসআই মিঃ আলী জানান, তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাগনের সঠিক দিকনির্দেশনা অনুযায়ী জড়িত থাকায় আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, তাকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অপহৃত ভিকটিম কে উদ্ধার করে, তার বাবা-মার কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
উত্তরের কণ্ঠ/পিআর/এনএইচ
আপনার মতামত লিখুন