কাহারোলে যেন লেগেই আছে প্রতি শনিবারে মৃত্যুর ফাঁদ

দিনাজপুর জেলার ঐতিহবাহী কাহারোল হাট এখানে প্রতি শনিবার বড় ধরনের দুরদুরান্ত মানুষের সমাগম হয়। এই হাটে অনেক দুর হতে গরু মহিষ ছাগল ক্রয় বিক্রয়ের শ্রেষ্ট স্থান কাহারোল হাট। হাটের জায়গা গরে উঠেছে অনেক অবৈধ স্থাপনা চা স্টোল সহ হাটের জায়গায় অন্যান্য দোকান ঘর যার ফলে গরু হাটি, ধানহাটি, ছাগলহাটীর বাজার লাগে একমাত্র যাতায়াত সড়কে তার উপর অবৈধ ভোট ভোটি কুষ্টিয়া গরু বহন কারী যানবাহন গুলো ভীর জমায় রাস্তার দুই ধারে দুর্ভোগ পোহাতে প্রতি শনিবার জন সাধারণ সহ চলমান শিক্ষার্থীদের এমন কি জরুরী বিভাগের যানবাহন গুলোকে।
ঘন্টার পর ঘন্টা জ্যামে পরে যায় ফায়ার সার্ভিস.এম্বুলেন্স গাড়ী গুলো। সচেতন মহলের ব্যাক্তিদের সাথে কথা বলে জানা যায় অনেক সময় দেখা গেছে জরুরী ভাবে রোগীদের ভ্যান যোগে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জ্যামে পরে যায় রোগীর ভুক্তভোগীরা।
বিশেষ করে কাহারোল বাজারের আমতলা মোড়.সিনেমা হোল রোড.উপজেলা রোড.বীরগঞ্জ রোড, দশমাইল রোড. থানা রোড, বুলিয়া বাজার রোড, সহ সদরের সরক গুলোর দুই ধারে সারী সারী করে অতি রঞ্জিত ভাবে ভোটভোটি, কুষ্টিয়া, অবৈধ যানবাহন রাখায় ব্যাপক খতির সম্মুক্ষিন হচ্ছে এলাকার শিশু নারী পুরুষ বৃদ্ধরা মারাত্বক ভাবে পরিবেশ দুষিত হচ্ছে।
এলাকার সচেতন মোহল কাহারোল উপজেলা প্রসাশনের হোস্তক্ষেপ কামনা করছে। হাট কতৃপক্ষ যান বাহন রাখার জন্য একটি আলাদা যায়গার ব্যাবস্থার আহব্বান করেন।যাতে করে এলাকার মানুষ দুর্ভোগ হতে রেহাই পায়। অনেক সূত্রে যানা গেছে প্রতি শনিবার প্রায় ভোটভোটি কুষ্টিয়া দিয়ে দুর্ঘটনার মতো ঘটনায় অনেক শিশু স্বিকার হচ্ছে।
উত্তরের কণ্ঠ/পিআর
আপনার মতামত লিখুন