হ্যালোটাস্কের ডিজিটাল কর্মসংস্থান শীর্ষক সম্পৃক্তকরণ সভা

রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মরত গৃহকর্মীদের পেশাগত দক্ষতা ও ডিজিটাল কর্মসংস্থানে সম্পৃক্তকরণ এবং গৃহকর্মীদের অধিকার ও কর্ম নিশ্চয়তা নিয়ে দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রায় ৫০ জন গৃহকর্মী কে সাথে নিয়ে কর্মশালা ও আলোচনা সভা ৩০ জানুয়ারি বাড্ডার সাতারকুল রোডের ইনভাইট পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় । প্রতিপাদ্য বিষয় ছিলো- নিরাপদ গৃহকর্মী নিরাপদ ঘর ।
এতে স্বাগত বক্তব্য রাখেন হ্যালোটাস্ক প্লাটফর্ম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান লিখন, প্রকল্প বিষয়ক বিস্তারিত আলোচনা ও গ্রুপ ওয়ার্কশপ এ প্রশ্ন এবং উত্তর দেন হ্যালোটাস্ক ইন্সট্রাক্টর মোহাম্মদ আলী জিন্নাহ, শোভন কাজ ও হ্যালোটাস্ক প্লাটফর্ম এর উপর সেশন নেন হ্যালোটাস্ক এর প্রকল্প ব্যবস্থাপক খোশনুর আলম সিদ্দিকী, জীবন দক্ষতা প্রশিক্ষণ বিষয়ক আলোচনা করেন দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, গৃহকর্মী সুরক্ষা ও নীতিমালা ২০১৫ বিষয়ক কুইজ সেশন পরিচালনা করেন হ্যালোটাস্ক এর মাঠ কর্মকর্তা মৌসুমী আক্তার মৌ ও মোয়াজ্জেম হোসেন । সবশেষে সমাপনী বক্তব্য রাখেন অক্সফার্ম এর কনসালটেন্ট রাজশ্রী গায়েন, কর্মজীবী নারীর প্রকল্প ব্যবস্থাপক আফরিন তিথী প্রমুখ ।
অংশগ্রহণকারী সকল নারী গৃহকর্মী ও উপস্থিত অতিথিরা গৃহকর্মী সুরক্ষা ও নীতিমালা ২০১৫ বাস্তবায়নের দাবি জানান ।
সভায় বক্তারা বলেন, আজকের এই কর্মশালার আয়োজনের কারণ হচ্ছে গৃহকর্মীদের দক্ষতা ও ডিজিটাল কর্মসংস্থানে সম্পৃক্তকরণ করা । আমাদের এই সভার উদ্দেশ্য গুলো হচ্ছে, গৃহকর্মীদের শোভন কাজ সম্পর্কে সচেতন করা, হ্যালোটাস্ক প্লাটফর্ম এর সাথে গৃহকর্মীদের পরিচিতি বাড়ানো এবং প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কে জানানো, গৃহকর্মীদের কম্পিউটার আপা প্রশিক্ষণের উপর ইন্টারেক্টিভ ওয়ার্কসপ করা ইত্যাদি ।
প্রশিক্ষণ কর্মশালা শেষে গৃহকর্মীদের জব প্লেসমেন্ট এর বিয়ষ তুলে ধরা হয় । এছাড়াও কর্মশালায় মাঝে গৃহকর্মীদের ওপর নির্মিত উৎসাহ মুলক বিভিন্ন ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয়।
আপনার মতামত লিখুন