শুটিংয়ের সময় মনে হয়েছে সিনেমা করছি: ফারিন খান

‘লাভ বাজ’ এমন সফলতা পাবে এটা কী প্রত্যাশিত ছিল জানতে চাইলে ঢাকা মেইলকে ফারিন বলেন, ‘অবশ্যই ছিল। কেননা ভালো কাজ নিয়ে সবার প্রত্যাশা থাকে। ওই জায়গা থেকে অনেকগুলো ভালোর সমন্বয় ছিল এখানে। অমি ভাই একজন ভালো পরিচালক। শরাফ আহমেদ জীবন, জিয়াউল হক পলাশ, সাফা কবির, পারসা ইভানা, পাভেল সবাই ভালো অভিনয়শিল্পী। ভালো প্রোডাকশন হাউজ। এতকিছু ভালো যেখানে রয়েছে সেখানে কাজ ভালো হওয়া স্বাভাবিক। ওই আত্মবিশ্বাস আগে থেকেই ছিল।’
দর্শকের মনের দখল নিয়েছে। ফারিনের কথায় তা স্পষ্ট। তিনি বলেন, ‘‘আমার চরিত্রটি নিয়ে বেশ সাড়া পাচ্ছি। এন্ট্রি দৃশ্য থেকে শুরু করে অনেক দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা বেশ পছন্দ করছেন। এর আগে ‘ফিমেল’ নাটকে আমার শুধু হেঁটে যাওয়ার দৃশ্য ছিল। তাতেই এক রাতে সোশ্যাল মিডিয়ায় আমার ৫০ হাজার ফলোয়ার বেড়ে গিয়েছিল। এবারের সাড়াটাও অনেকটা সেরকম।’’
নাচে গানে ভরপুর ‘লাভ বাজে’ সিনেমার স্বাদ দিয়েছে দর্শককে। শুটিংয়ের সময় কী এরকম কিছু মনে হয়েছে? ব্যাটারীর গলির ক্রাশ বলেন, ‘‘শুটিংয়ের সময় মনে হয়েছে সিনেমা করছি। আপনি তো জানেন আমার শুরুটা সিনেমা দিয়ে হয়েছিল। সিনেমার শুটিংয়ে যে পরিবেশ অনেকদিন পর ‘লাভ বাজ’ নাটকের শুটিংয়ে সেটা পেয়েছিলাম। আমি অমি ভাইকে বলেছিলাম, অনেক দিন পর সিনেমার শুটিংয়ের ফিল পাচ্ছি।’’
ফারিনের শুরুটা হয়েছিল চলচ্চিত্রের মাধ্যমে। তবে সেখানে থিতু না হয়ে কাজ করছেন ছোটপর্দায়। বড়পর্দা নিয়ে ভাবনা জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘আসলে আমি একজন শিল্পী। মাধ্যমটা বড় কথা নয় আমার কাছে। কাজটা ঠিকঠাকমতো করাটাই আসল। আমি প্রতিনিয়ত নিজেকে ভাঙছি, প্রস্তুত করছি। আরও প্রস্তুত হয়ে নেই।’
ব্যস্ততা ফারিনকে দেয় না অবসর। এর পুরোটা জুড়েই কাজ। হাতে একগুচ্ছ ঈদ নাটক। এছাড়া একটি মিউজিক ভিডিও রয়েছে। তবে সে বিষয়ে কিছু বললেন না। সময় এলে বিস্তারিত তুলে ধরবেন বলে জানালেন।
আপনার মতামত লিখুন