বগুড়ায় ফেন্সিডিলসহ গ্রেফতার ২

বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাকৃতরা হলো লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার তেতুলিয়ার মোঃ আবু তালেবের ছেলে মোঃ নুরুজ্জামান মিয়া (২৮) এবং হাতিবান্ধা থানার ধুবলী এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ মমিনুল ইসলাম (৩৫)। শনিবার দিবাগত রাত সাড়ে ১০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন গোকুল বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করে র্যাব। রোববার র্যাবের পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বগুড়া র্যাব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে লালমনিরহাট হতে ঢাকাগামী একটি পিকআপযোগে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে শনিবার রাত্রি সাড়ে ১০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন গোকুল গ্রামস্থ বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মোঃ নুরুজ্জামান মিয়া (২৮) ও মোঃ মমিনুল ইসলাম (৩৫) কে তাদের চালিত পিকআপে বিশেষ কায়দায় রক্ষিত ২৯৩ বোতল ফেনসিডিল এবং ০২ টি মোবাইল, ০৪ টি সীম ও নগদ ৬,৬৫০ টাকাসহ গ্রেফতার করা হয়। র্যাব-১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার সোহেল রানা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। দাপ্তরিক কার্যক্রম শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন