চন্দনাইশ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

“ক্রিড়াই শক্তি ক্রিড়াই বল’ মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে, চট্টগ্রামের চন্দনাইশ বরমায় ৫২ এর ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদদের স্মরণে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল ম্যাচ ১০ মার্চ রবিবার বিকাল ৩ ঘটিকায় বরমা জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ম্যাচে অংশগ্রহণ করেন রাউলিবাগ ইয়াং স্টার বনাম পশ্চিম বৈলতলী ক্রিকেট একাদশ এতে রাউলিবাগ ইয়াং স্টার, বৈলতলী ক্রিকেট একাদশকে পরাজিত করে রাউলিবাগ ইয়াং স্টার, বিজয়ী গৌরব অর্জন লাভ করেন, উক্ত ফাইনাল ম্যাচে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ মহিউদ্দিন ওসমান গনি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমদ চৌধুরী (জুনু) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু বলরাম চক্রবর্তী, বরমা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বাবু কৃষ্ণ চক্রবর্তী, জাতীয় দৈনিক মানবকন্ঠ পত্রিকার চন্দনাইশ প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, মোঃ ইফতেখার আলম সজীব, সংগঠক চন্দনাইশ ছাত্রলীগ, ক্রিয়েটিভ টেকনোলজির স্বত্বাধিকারী নাঈমুল হক রাফসান, ইনুছ সওদাগর, দৌলত খান,এতে সভাপতিত্ব করেন শহীদ আব্দুস সবুর স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি জাহেদ হোসেন খান ও শহীদ আব্দুস সবুর স্মৃতি ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক এনামের সঞ্চালনায়, অনুষ্ঠিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহেদ, আমানত খা, প্রবাসী মানিক,তারেখ, প্রবাসী রাব্বি, মাখসুদ, ইরফান, আকিব, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ফাইনাল ম্যাচ শেষে পুরুস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকাল ছাত্র ও যুবসমাজ অবসর সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের শিকারে পরিণত হয়ে সাইবার ক্রাইম ও মাদকাসক্তসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। তাই একটি সুষ্ঠু-সবল, মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়তে শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধূলার প্রয়োজনীয়তা অত্যাবশ্যক।
আপনার মতামত লিখুন