ছাতকে সরকারি খাল ভূমি খেকোদের হাত থেকে রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের ছাতকে সরকারি খাল জবরদখল করে মাটি ভরাট করার প্রতিবাদে ও ভ’মি খেকোদের হাত থেকে রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। আজ শনিবার বিকেলে সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে উপজেলার গোবিন্দগঞ্জ চেয়ারম্যান মার্কেটে এ সংবাদ সম্মেলনে সম্মেলন অনুষ্টিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে উপজেলার গোবিন্দগঞ্জ বাজার সংলগ্ন ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের পুর্ব রামপুর মৌজায় সরকারি নয়ন জুলি খালের অবস্থান। এ খাল দিয়ে প্রাচীনকাল থেকে আশ পাশ এলাকার পানি নিষ্কাশন হয়ে আসছে। সুনামগঞ্জ জেলার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ সাদতা ব্রীজ সংলগ্ন সরকারি ১ নং খতিয়ানভুক্ত খাল শ্রেণীর প্রায় ১ একর ১০ শতক ভুমি (নয়ন জুলি খাল) রয়েছে। পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য এই জায়গা প্রস্তাবিত রয়েছে এবং একটি সাইনবোর্ডও টানানো আছে। সম্প্র্রতি এই খাল মাটি করার করে জবরদখলের চেষ্টা করে একটি ভ’মি খেকোচক্র। নয়ন জুলি খাল একদিকে সরকারি সম্পত্তি, অন্যদিকে বাজার সহ আশ পাশ এলাকার পানি নিস্কাশনের একটি প্রধান জলাধার। এ খাল ভরাট হলে এলাকার বৃহত্তর একটি অংশ মারাত্মক ক্ষতির সম্মুখিন হবে। অলিউর রহমান চৌধুরী বকুল আরো বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী খাল শ্রেনীভুক্ত ভুমি লিজ বা বন্দোবস্ত দেয়া সরকারি আইন পরিপন্থি। ওই খালে মাটি ভরাট কার্যক্রম বন্ধ রাখার জন্য আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১৩ মার্চ সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুর রহমান সুমন এমপির মাধ্যমে খালে মাটি ভরাটের কার্যক্রম বন্ধ রাখার জন্য ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সুনামগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও থানার ওসিসহ ১০ জনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে এবিষয়ে প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়। এ বিষয়ে উপজেলা নিবাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না নোটিশ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, এটা সরকারি খাল ঠিক নয়, রেকর্ডে বলা আছে সরকারের খাল। রাস্তার পাশ থেকে মাটি তোলার ফলে যে খাল সৃষ্টি হয়ে থাকে এটা সে রকম। গরুর বাজার না থাকায় এমপির একটি প্রকল্প দিয়ে গরুর বাজার তৈরির প্রস্তাব ছিল। কোনো ব্যক্তি নয়, বাস্তবায়িত হলেল এটি উপজেলা পরিষদ করবে। তবে আপত্তি আসায় সব কিছু বন্ধ রাখা হয়েছে। এই বিষয়ে হোয়াটসঅ্যাপে উচ্চ আদালতের একজন আইনজীবীর লিগ্যাল নোটিশ পেয়েছি।
আপনার মতামত লিখুন