বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের তিরাইল গ্রামে ১৬ প্রহর ব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। লীলা কীর্তন অনুষ্ঠান গত ০১ এপ্রিল থেকে শুরু হয়েছে।
শুক্রবার (০৪ এপ্রিল) রাত ৮ ঘটিকায় উপজেলার তিরাইল গ্রামে মৃত হরিপদ সরকারের বাড়িতে শ্রী বাবলু সরকারের সভাপতিত্বে এক লীলাকীর্তন যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু।
প্রধান অতিথির বক্তৃতায় ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, গত বছর ০৫আগষ্টের দিন থেকে কয়েকদিন পর্যন্ত আমরা হিন্দু সম্প্রদায়ের লোকজনদের পাহারা দিয়েছি। আপনাদের সাথে নিয়ে নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত করব। হিন্দু মুসলমান সংখ্যালঘু আর সংখ্যাগুরু না আমরা সবাই বাংলাদেশী। আমি কথা দিচ্ছি আপনাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা অদন্দ্র প্রহরীর মত আপনাদের পাশে থাকব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম মোস্তফা, শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাহাবুবার রহমান, এস এম আব্দুর রশিদ মুকুল, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব আলী রাঙ্গা, শেরপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম জাকি, ভবানীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন, শেরপুর উপজেলা বিএনপির সহ- যুব বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ সরকার, নির্বাহি সদস্য খলিলুর রহমান, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ শামীম আহম্মেদ, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ, রুবেল মির্জা, সাগর, শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন, ছাত্রদলের ইমন, মামুন সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন