খুঁজুন
বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২

যে দোয়া পড়লে আপনার জন্য জান্নাত ফরিয়াদ করবে

ধর্ম ডেস্ক প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ১২:৩৯ অপরাহ্ণ
যে দোয়া পড়লে আপনার জন্য জান্নাত ফরিয়াদ করবে
twitter sharing button

জান্নাত লাভের জন্য ঈমান-আমলের পাশাপাশি দোয়ার শিক্ষা রয়েছে হাদিসে। আসলে আল্লাহ তাআলা চান, বান্দা বেশি বেশি দোয়া করুক। আকাঙ্ক্ষিত বিষয়গুলো অনুনয়-বিনয়ের সঙ্গে মহান আল্লাহর কাছে তুলে ধরুক। আর আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করতে পছন্দ করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা মুমিন: ৬০)

জান্নাত মুমিনের আকাঙ্ক্ষিত ও সর্বশেষ ঠিকানা। বিভিন্ন বর্ণনায় দেখা যায়, জান্নাত কামনা করে এবং জাহান্নাম থেকে মুক্তি চেয়ে দোয়া করতে উৎসাহিত করা হয়েছে মুমিনদের। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে বারবার জান্নাত চেয়ে দোয়া করেন তখন জান্নাতও তার জন্য আল্লাহর কাছে দোয়া করে।

হাদিসে এসেছে, হজরত আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন- مَنْ سَأَلَ اللَّهَ الْجَنَّةَ ثَلاَثَ مَرَّاتٍ قَالَتِ الْجَنَّةُ اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ . وَمَنِ اسْتَجَارَ مِنَ النَّارِ ثَلاَثَ مَرَّاتٍ قَالَتِ النَّارُ اللَّهُمَّ أَجِرْهُ مِنَ النَّارِ ‘কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে তিনবার জান্নাতের দোয়া করে, জান্নাত তখন বলে, ’হে আল্লাহ একে জান্নাতে দাখিল করে দাও।’ আর কোনো ব্যক্তি যদি জাহান্নাম থেকে তিনবার পানাহ চায়, তখন জাহান্নাম বলে, ’হে আল্লাহ একে জাহান্নাম থেকে পানাহ দিয়ে দাও।’ (জামে’ তিরমিজি: ২৫৭২)

জান্নাত লাভের দোয়া
জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির জন্য এই দোয়াটি করতে পারেন—اللَّهُمَّ إنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَاعوذ بِكَ مِنَ النَّارِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, ওয়া আঊযুবিকা মিনান্নার।’ অর্থ: ‘হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত কামনা করছি এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।’

অথবা এই দোয়াটি করবেন— اللَّهُمَّ إنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَسْتَجِيْرُ بِكَ مِنَ النَّارِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়আসতাজীরু বিকা মিনান্নার।’ অর্থ: ‘হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট জান্নাত চাচ্ছি এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (আবু দাউদ, ইবনে মাজাহ: ২/৩২৮)

আল্লাহ তাআলা আমাদের উল্লেখিত দোয়াগুলোর মাধ্যমে সবসময় জান্নাত চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।

চলমান আন্দোলনের বিষয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রেস বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ণ
চলমান আন্দোলনের বিষয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রেস বিজ্ঞপ্তি
“পল্লী বিদ্যুৎ সমিতি হতে অপসারিত কর্মকর্তা/কর্মচারীদের চলমান আন্দোলনের বিষয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অবস্থান অবহিতকরণ”
ক) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির জন্য অভিন্ন সার্ভিস কোড ও একীভূত করার বিষয়টি সরকার/রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এটি বিআরইবি বা সংস্থা প্রধানের এখতিয়ারভূক্ত নয়। এ বিষয়ে সরকারের যে কোন সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এ বিষয়টি কেন্দ্র করে সম্মানিত গ্রাহকদের জিম্মি করে অফিস শৃঙখলা পরিপন্থী কোন কার্যকলাপ বরদাস্ত করা হবে না।
খ) পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীদের বিভিন্ন সমাধানযোগ্য যৌক্তিক সুযোগ সুবিধাদী প্রদানের লক্ষ্যে প্রতি মাসে মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। সমিতিসমূহ পরিদর্শন করে প্রত্যেক সমিতির সকল কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে আন্তরিকভাবে সকলের সাথে সাক্ষাতপূর্বক তাদের যৌক্তিক সুযোগ-সুবিধাগুলো জ্ঞাত হয়ে তা দ্রুততম সময়ে মধ্যে সমাধানের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এটি একটি সংস্কারমূলক ও ইতিবাচক চলমান প্রক্রিয়া।
গ)  গত ১৭ অক্টোবর ২০২৪ খ্রি. দেশব্যাপী ব্লাক-আউট করে সম্মানিত গ্রাহকদের বিদ্যুৎ বিপর্যয়ে ফেলে রাষ্ট্রকে অস্থিতিশীল করায় রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করে কতিপয় দুষ্কৃতিকারী কর্মকর্তা/কর্মচারীদের কারাগারে প্রেরণ করা হয়। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে তাঁরা স্বাধীনভাবে একই ধরণের কর্মকান্ডে লিপ্ত হন যা ৩.৫ কোটি গ্রাহকের জন্য হুমকীস্বরুপ। উল্লেখ্য, তাদের ষড়যন্ত্রমূলক ব্ল্যাক-আউট কার্যকলাপের কারণে নেত্রকোনায় হাসপাতালে অক্সিজেনের অভাবে ০১ জন রোগী মৃত্যুবরণ করেন, যা ন্যক্কারজনক।
ঘ) পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করণের লক্ষ্যে তাদের সাপ্তাহিক ছুটি ১দিনের পরিবর্তে ০২ দিন করা হয়েছে, ০১ জুলাই’২০২৩খ্রিঃ তারিখ হতে বিশেষ প্রণোদনা ৫% কার্যকর করা হয়েছে এবং পবিসসমূহের কর্মকর্তা-কর্মচারীগণের ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সুবিধা প্রদানের সুপারিশসহ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
ঙ) পবিসের সাংগঠনিক কাঠামোভূক্ত ৪৭২৩ জন লাইনম্যান লেভেল-১ কে শূন্যপদের বিপরীতে নিয়মিত করা হয়েছে। ১৩০২ জন ‘কাজ নাই মজুরী নাই’ ভিভিত্তে নিয়োজিত বিলিং সহকারীকে অন-প্রবেশনে নিয়োগ করা হয়েছে। লাইন শ্রমিকদের চুক্তির মেয়াদ ৬ মাস/১ বছরের পরিবর্তে ২ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মিটার রিডারদের চুক্তি ৩ বছর এবং এক জায়গায় ৪ মেয়াদে ১২ বছর অবস্থানের ব্যবস্থা করা হয়েছে, যা পূর্বে ৩ মেয়াদে ৯ বছর ছিল। এ ছাড়া ৬৮ জন কর্মকর্তা/কর্মচারীকে তাদের আবেদন মোতাবেক পারস্পরিক বদলি করা হয়েছে। পবিসসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের স্বামী/স্ত্রী একই কিংবা নিকটবর্তী কর্মস্থলে বদলী/পদায়নের কার্যক্রম চলমান রয়েছে।
চ) দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পদের কর্মকর্তা/কর্মচারীদের বদলিজনিত রদবদল করা হচ্ছে, যা একটি সংস্কারমূলক স্বাভাবিক প্রক্রিয়া।
ছ) বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করে জুম মিটিংয়ের মাধ্যমে ঘোষণা দিয়ে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে বাধাগ্রস্থ করার উদ্দেশ্যে চাঁদা আদায়, সভা-সমাবেশ আয়োজন ও অংশগ্রহণ, অপপ্রচার ছড়ানো “পল্লী বিদ্যুৎ সমিতি কর্মচারী চাকরি বিধি ১৯৯২ (সংশোধিত-২০১২)” মোতাবেক গুরুতর অসদাচরণ।
০২। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড হতে আন্তঃসম্পর্ক উন্নয়নে নিম্ন বর্ণিত কার্যক্রম গ্রহণ করা হয়েছেঃ
ক) বাপবিবোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা/কর্মচারী ‘আমি’ বা ‘তারা’ নয় ‘আমরা’ হিসাবে কর্মসম্পাদন করাসহ গ্রাহক সেবা নিশ্চিতকল্পে সততা, শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং চেইন অফ কমান্ড প্রতিপালন করার জন্য সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
খ) বিগত ০৪/০৯/২০২৪খ্রি. তারিখে কুমিল্লা পবিস-২ এর আওতাধীন বুড়িচং উপজেলায় ও ফেনী পবিস এর আওতাধীন পরশুরাম উপজেলায় বন্যা দূর্গতদের মাঝে বাপবিবো ও পবিস এর কর্মকর্তা/কর্মচারীদের সমন্বয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়;
গ) পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকুরীরত অবস্থায় কোন কর্মকর্তা-কর্মচারী মৃত্যুবরণ করলে তার দাফন/অন্তোষ্টিক্রিয়ার ব্যয়সহ পরিবারের সদস্যদেরকে আর্থিক সহায়তা প্রদান বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে;
ঘ) পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীদের বিভিন্ন যৌক্তিক সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতি মাসে বাপবিবোর্ডে মত বিনিয়ম সভা অনুষ্ঠিত হচ্ছে;
ঙ) পবিসের বিদ্যমান সকল অফিসের গ্রাহক সংখ্যা ও বিতরণ লাইন অনুপাতে লাইনম্যানের প্রাপ্যতা নির্ধারণ এবং লাইনম্যান টুলসহ অন্যান্য মালামালের চাহিদা সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে।
০৩। বিদ্যুৎ বিভাগ, বাপবিবোর্ড ও পবিসের উদ্যোগে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন যৌক্তিক সুযোগ-সুবিধা ইতোমধ্যে প্রদান করা হলেও গ্রাহক সেবাকে বাধাগ্রস্ত করে সমিতির কতিপয় কর্মকর্তা/কর্মচারী ব্যক্তিগত সুবিধা চরিতার্থ করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অযৌক্তিক কার্যক্রম প্রতিনিয়ত পরিচালনা করে আসছে। এতো সুযোগ সুবিধা প্রদানের পরেও ষড়যন্ত্রের অংশ হিসেবে পুনরায় ২১ মে ২০২৫ “মার্চ টু ঢাকা” কর্মসূচী ঘোষণা করেছে।
এ কর্মসূচির মাধ্যমে তারা গ্রাহকদের জিম্মি করে অযৌক্তিক দাবি আদায়ের পায়তারা করছে। এর মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মতো একটি সফল ও গ্রাহক সেবাদানকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সুপরিকল্পিতভাবে ধ্বংস এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
০৪। এ প্রেক্ষিতে, বাংলাদেশের ১৪ কোটি মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে দেশের অর্থনীতিকে সচল রাখার লক্ষ্যে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা ও চাকুরী বিধি যথাযথভাবে প্রতিপালন পূর্বক পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে সফলতার সাথে এগিয়ে নেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর।

নাগরিক ছাত্র ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ
নাগরিক ছাত্র ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

দেশের অন্যতম প্রগতিশীল ও অরাজনৈতিক ছাত্র সংগঠন নাগরিক ছাত্র ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। আজ (১৮ মে) রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। এতে মো. রকিবুল ইসলাম (সোনাই) কে আহ্বায়ক এবং কাওছার আলী কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

নবগঠিত এই আহ্বায়ক কমিটিতে আরও কয়েকজন উদ্যমী ও সচেতন ছাত্র প্রতিনিধিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যাঁরা জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করবেন।

কমিটিতে যুগ্ম-সদস্যপদে জায়গায় করে নিয়েছেন, মো. আনিছুর রহমান। এছাড়াও সদস্য পদে রয়েছেন, মো. তানভীর ইসলাম স্বপ্নীল, মো. সাব্বির হোসেন, মো. সোহেল রানা, নাঈম শেখ, মো. রায়হান কবির, মো. আমিরুল ইসলাম, মো. মুরাদ সরকার, মো. আকাশ শেখ, মো. জাহিদুল ইসলাম, মো. আরিফুল ইসলাম আরিফ, শ্রী কানাই চন্দ্র, মো. জাহিদুল ইসলাম, মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। কমিটি ঘোষণার সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তরুণদের এগিয়ে নিয়ে যেতে নাগরিক ছাত্র ঐক্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সিরাজগঞ্জ জেলার নতুন নেতৃত্ব এ ধারাকে আরও বেগবান করবে।

কমিটি ঘোষণার পর কেন্দীয় কমিটির সদস্য ও নাগরিক ছাত্র ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার নব-গঠিত কমিটির আহ্বায়ক প্রতিক্রিয়া জানাতে গিয়ে মো. রকিবুল ইসলাম (সোনাই) বলেন,

“আমি নাগরিক ছাত্র ঐক্যের মত একটি আদর্শিক ছাত্র সংগঠনের দায়িত্ব পেয়ে কৃতজ্ঞ। আমাদের লক্ষ্য হবে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখা। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবং সাধারণ ছাত্রদের পাশে থাকব সবসময়।”

নবনির্বাচিত সদস্য সচিব কাওছার আলী বলেন, “নাগরিক ছাত্র ঐক্য কখনোই সুবিধাবাদী রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মাঠে-ঘাটে, কলেজ-বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলন করে যাব। এই দায়িত্ব আমাদের কাছে একটি চ্যালেঞ্জ, আর আমরা তা সাফল্যের সাথে পালন করব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।”

নবগঠিত এই কমিটি শীঘ্রই জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক সফর শুরু করবে। এছাড়াও আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। ছাত্র অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক সমাজ গঠন ও শিক্ষার মানোন্নয়ন—এই চারটি মূল ভিত্তিকে সামনে রেখে তারা কাজ চালিয়ে যাবে।

নাগরিক ছাত্র ঐক্য একটি গণতান্ত্রিক, অরাজনৈতিক এবং প্রগতিশীল ছাত্র সংগঠন, যা দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্রদের অধিকার ও সচেতনতামূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে। সংগঠনটি একটি শক্তিশালী ছাত্র প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে কাজ করছে।

সিরাজগঞ্জ জেলা শাখার এই নতুন কমিটির মাধ্যমে সংগঠনটি স্থানীয় পর্যায়ে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫, ২:৫০ অপরাহ্ণ
বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টায় উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে দিনাজপুর ট্রেজারী অফিসের কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন (৪৫) এবং মাইক্রোবাস চালক মানিক হোসেন (৩২) নিহত হন। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় মাইক্রোবাসের আরও তিনযাত্রী আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন সাব অফিসার মো. মসলেম উদ্দিন জানান, মাইক্রোবাস যোগে ঠাকুরগাঁও হতে রংপুর যাওয়ার পথে বাবলু ফার্মের সামনে বিপরীতমুখী একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে মাইক্রোবাসের চালক মানিক হোসেন এবং যাত্রী মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহতদের ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

দিনাজপুরের দশমাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করেছে হাইওয়ে পুলিশ।

সত্যতা স্বীকার করে একসঙ্গে কয়েকজন সরকারী অফিসারের মর্নান্তিক অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর।

"> ">
চলমান আন্দোলনের বিষয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রেস বিজ্ঞপ্তি নাগরিক ছাত্র ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু শেরপুর সীমাবাড়ি ইউনিয়নের কদিম হাঁসড়া গ্রামে বিমলের বাড়িতে মাদকের আখরা, যেন দেখার কেউ নেই রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গ্রাহক সেবার মানোন্নয়নে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় ধরনের বদলি! ভবানীপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশ অঞ্জাত কিশোরীর লাশ উদ্ধারের পরিচয় সনাক্তে ফেইসবুকে পোস্ট বীরগঞ্জে এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নানা কর্মসূচীর মধ্যদিয়ে বীরগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত বীরগঞ্জে মহান শ্রমিক দিবস পালিত ছোনকায় মহান মে দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন কাহারোলে স্কাউটস দিবস উপলক্ষে র‍্যালি,পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু দুদকের আকস্মিক অভিযান: বীরগঞ্জ হাসপাতালে দুর্নীতির চিত্র উন্মোচিত শেরপুরে চোরসহ টলিগাড়ি পাবনার ভাঙ্গুরায় আটক শেরপুরে ইউনিয়ন জামাতের সেক্রেটারীর ভাই ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার শেরপুরে কলেজের অধ্যক্ষের দূর্ণীতির বিরুদ্ধে মানববন্ধন।। শেরপুরে সভাপতি কর্তৃক অধ্যক্ষের বিরুদ্ধে দূর্ণীতি তদন্ত করার কারনে সভাপতি পরিবর্তন নববর্ষ উদযাপন উপলক্ষে শেরপুর উপজেলা বিএনপি’র আনন্দ শোভাযাত্রা শেরপুরে মাদ্রাসা শিক্ষিকার আত্মহত্যা। প্রবাসে কর্মসংস্থানে পিছিয়ে রংপুর, বাড়ছে দালালের দৌরাত্ম্য হজের সময় ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ বলতে হয় কেন? জনতার আবেগে ব্যবসা, দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ফিলিস্তিনের পতাকা ৬ শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন দেশে ইসরায়েলের পণ্য রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, ছাত্রদের পড়াবে কে? সাবিলা নূর কি তাহলে শাকিবের নায়িকা হচ্ছেন না? স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে উত্তাল বায়তুল মোকাররম প্রেমের টানে দুই সন্তানের জননী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন একটি সেতুর জন্য চার জেলার লক্ষাধিক মানুষের হা হা কার